দীর্ঘ ২২ বছর যাবত পলাতক সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার |ডিএনএন


ডিএনএনএন | ডেক্স

কক্সবাজারের টেকনাফ থানাধীন মীনা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে দীর্ঘ ২২ বছর যাবত পলাতক থাকা অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামী র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার


জিআর-২৬৭/০২, কক্সবাজার সদর থানার মামলা নং-০৮/ তাং-১৪/০৭/০২, ১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯(এ)/এফ মোতাবেক গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী আনোয়ার ইসলাম’কে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১৫, কক্সবাজার তৎপরতা অব্যাহত রাখে। একপর্যায়ে র‌্যাব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বর্ণিত মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন মীনা বাজার এলাকায় আত্মগোপনে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ২৮ জানুয়ারি ২০২৪ তারিখ ১২.১৫ ঘটিকার সময় র‌্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আনোয়ার ইসলাম (৪০), পিতা-নুরুল ইসলাম, সাং-মীনা বাজার, ইউনিয়ন-হ্নীলা, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার’কে আটক করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত আসামী অস্ত্র কারবারি ২০০২ সালে অস্ত্র মামলায় কক্সবাজার সদর থানা কর্তৃক হাতেনাতে গ্রেফতারের পর ১ বছর পর জামিনে বেড়িয়ে পরবর্তীতে গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন পরিচয়ে ২২ বছর ধরে আত্মগোপনে ছিল বলে জানা যায়। 


গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্যসমূহ