আমি শাসক নয় জনগণের সেবক হিসেবে থাকতে চাই,হুইপ সাইমুম সওয়ার কমল এমপি


মো:হোসেন সুমন,কক্সবাজার 

মাননীয় হুইপ আলহাজ্ব জনাব সাইমুম সওয়ার কমল এমপি কক্সবাজার - ৩ মহোদয় আজকে বেলা ৩ঘটিকার সময় প্রথমে বিমানবন্দরে পৌঁছালে সেইখানে মান্যবর জেলা প্রশাসক শাহীন ইমরান, পুলিশ সুপার মাহফুজ ইসলাম পিপিএম বার, পৌর মেয়র মাহবুবুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট জনাব ফরিদুল ইসলাম চৌধুরীসহ বিভিন্ন নেতৃবৃন্দ শুভেচ্ছা জানান।এবং বিমানবন্দর থেকে থেকে হুইপ মহোদয় কক্সবাজার সার্কিট হাউস এর উদ্দেশ্যে রওনা করেন, সার্কিট হাউসে গিয়ে পৌঁছালে হুইপ মহোদয়কে জেলা প্রশাসক শাহীন ইমরান গার্ড অপ আনার প্রদান করেন,এবং হুইপ সার্কিট হাউস হল রুমে বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দদের সাথে শুভেচ্ছা বিনিময় ও আলোচনা করেন কিছুখন।

এবং সেইখানে হুইপ আলহাজ্ব জনাব সাইমুম সওয়ার কমল এমপি মহোদয় কক্সবাজার জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আয়োজিত গণ সংবর্ধনা অনুষ্ঠানে শহীদ দৌলত ময়দানে যোগ দেন। এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন মেয়র মাহবুবুর রহমান চৌধুরী, সঞ্চালনা করেছেন-এডভোকেট একরামুল হুদা একরাম পিপি নারী ও শিশু ট্রাইবুনাল ৩, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। অনুষ্ঠান আরো উপস্থিত ছিলেন-কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট জনাব ফরিদুল ইসলাম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা জনাব কামাল হোসেন চৌধুরী,নুরুল আফছার সাবেক পৌর চেয়ারম্যান,এডভোকেট রজিত দাশ পৌর আওয়ামী সভাপতি, এডভোকেট ফরিদুল আলম পিপি জেলা দায়রাজজ আদালত,জনাব মাহমুদুল করিম মাধব,জনাব এডভোকেট জিয়াউদ্দিন আহমেদ সাবেক সাধারণ সম্পাদক জেলা আইজীবী সমিতি।

মহিলা আওয়ামী লীগ সভাপতি আয়েশা সিদ্দিকা। জনাব হেলাল উদ্দিন কবির প্যানেল মেয়র,স্বেচ্ছাসেবক লীগে সভাপতি আবদুর রহমান ও
ওসমান সাধারণ সম্পাদক,জনাব জসিম উদ্দিন খুরুশখুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এবং সমাপনী বক্তব্যে হুইপ আলহাজ্ব জনাব সাইমুম সওয়ার কমল এমপি মহোদয় বলেছেন-মহা জাতীয় সংসদে আমাকে নবমতম সংসদ সদস্য হিসেবে রেখেছেন, এই স্থান ও চেয়ার আমার নয়, সব কিছু আমার কক্সবাজারবাসীর,আমি সব সময় আপনার পাশে ছিলাম এখনও আছি,এবং থাকবো সারাজীবন ইনশাআল্লাহ, সর্বশেষ বলেন ঈদগা জালাল বাদ ইউনিয়নের অসমাপ্ত কাজ সমাপ্ত করবো,চৌফল্ডী,ছনখোন,এছেম পাড়া,মিঠাছড়ি এলাকায় রাস্তা ঘাট উন্নতি করবো,আমার কক্সবাজার বাসীর খাস জমি রেজিস্টারি করে দিবো এবং এই জেলাতে ইয়াবাসহ কোন ধরনের মাদকদ্রব্য ব্যবসা করতে দিবো না, আমাদের এলাকায় মিলাদ মাহফিল করতে পারবে,কোন ধরনের সম্প্রীতি সম্প্রদায় নষ্ট করার উদ্দেশ্য ভাঙচুর অগ্নিসংযোগ করতে দিবো না এবং আমার শক্তহাতে দমন করবো।আগামী উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিজয় করব।আরও আওয়ামী লীগের পক্ষ থেকে দলে দলে, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, পৌর আওয়ামী, কৃষি লীগ, তাঁতি লীগ,শ্রমিক লীগ,ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ সভায় যোগ দেন এবং বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় ও প্রিন্ট মিডিয়া সাংবাদিক ছিলেন।

মন্তব্যসমূহ