টেকনাফে এক জেলের জালে ধার পড়েছে ৬৮০ পিচ ইলিশ ৩ লক্ষ্য ১৫ হাজার টাকা দামে বিক্রি

 

মুহাম্মদ কিফায়তুল্লাহ,টেকনাফ


কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী এলাকার এক জেলের জালে ৬৮০ পিস ইলিশ মাছ ধরা পড়েছে।


শুক্রবার (২ জানুয়ারি)সকাল ১০ টার সময় টেকনাফ  সদর ইউনিয়নের উত্তর লম্বরী ঘাটে এই মাছ গুলো নিয়ে উত্তর লম্বরী ঘাটে বিক্রির জন্য আনা হয়। পরে মাছ ব্যবসায়ী মোঃ জুনায়েদ ও সৈয়দ কাসিম ৬৮০ পিচ ইলিশ মাছ গুলো ৩ লক্ষ১৫ হাজার ৫শত টাকা দামে ক্রয় করেন।


নৌকার মাঝি সাব্বির আহমেদ বলেন,বৃহস্পতিবার  মধ্যে রাতে আমরা ৬ জন সাগরে মাছ শিকার করতে যায়,পরে  সাগরে জাল ফেলে অপেক্ষা করার পরে জাল টেনে তুলতেই দেখতে পায় ইলিশ একে একে ৬৮০টি ইলিশ মাছ গুলো পেয়ে আমরা অনেক খুশি হয়েছি ।

জেলে নুর মোহাম্মদের (খুলু) জানান বৃহস্পতিবার রাতে একটি নৌকা নিয়ে বঙ্গোপসাগরে গিয়ে জাল ফেলেন। মধ্যে রাতে জাল টেনে তুলতেই দেখতে পান, একে একে ৬৮০টি ইলিশ। মাছগুলো দেখে তিনি খুবই খুশি হন। 


টেকনাফ উপজেলা মৎস্য অফিসার দেলোয়ার হোসেন জানান, জেলেদের ২২ দিন, ৬৫ দিন মাছ ধরা বন্ধ থাকার কারণে জেলেদের জালে এখন বেশি বেশি বিভিন্ন জাতের বড় ছোট মাছ ধরা পড়তেছে।

মন্তব্যসমূহ