সীমান্তে পালিয়ে এসেছে ২২৪ বি'জি'পি সদস্য! বিস্ফো'রণের শ'ব্দে কাঁ'পছে সী'মা'ন্ত এলাকা

মুহাম্মদ কিফায়তুল্লাহ,টেকনাফ

মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির আর ১১১ সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এ নিয়ে দেশটির মোট ২২৪ সদস্য বাংলাদেশে আশ্রয় নিল। একই সঙ্গে ৮ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে।


মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের রহমতবিল সীমান্ত দিয়ে এই ১১১ সদস্য পালিয়ে আসে। এদের রহমতবিলের বিজিবি ফাঁড়িতে আশ্রয় দেওয়া হয়েছে।


বিষয়টি নিশ্চত করেছেন পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী।

তিনি বলেন,মিয়ানমারের অভ্যন্তরে সংঘাত অনেক তীব্রতর হয়ে উঠেছে। বিস্ফোরণের শব্দে কাঁপছে সীমান্ত এলাকা। এ পরিস্থিতিতে মঙ্গলবার সকালে রহমত বিল সীমান্ত দিয়ে একে একে ১১১ জন বিজিপি সদস্য পালিয়ে এসে বিজিবির কাছে আশ্রয় নিয়েছে। বিজিবি সদস্যরা এদের অস্ত্র,গোলাবারুদ জমা নিয়ে ফাঁড়িতে রেখেছেন।ওখানে কেউ আহত আছে কিনা তা জানা যায়নি।


এদিকে মঙ্গলবার ভোরে একই সীমান্ত দিয়ে আট রোহিঙ্গা অনুপ্রবেশ হয়েছে বলে জানিয়েছেন তিনি। এসব রোহিঙ্গাও বিজিবির হেফাজতে রয়েছে।তবে বিষয়টি নিয়ে বিজিবির সংশ্লিষ্ট কারও বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্যসমূহ