নেট ছেড়েছেন মাত্রই। নাজমুল হোসেন নতুন বলের বিপক্ষে ব্যাটিং করে বিশ্রাম না নিয়ে সরাসরি এলেন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের মাঝের উইকেটে। সেখানে করলেন ছক্কা মারার অনুশীলন। ১০-১৫ ওভার পুরোনো বলগুলোকে মাঠের চারপাশে ওড়ানোর চেষ্টা করছিলেন এই বাঁহাতি। কিছু বাউন্ডারির ওপারে যাচ্ছিল, কিছু টাইমিংয়ের গড়বড়ের কারণে সীমানা পার হচ্ছিল না। তখন বল মারার সময় মাথার অবস্থান ঠিক থাকে কি না, সেটাও দেখে নিচ্ছিলেন বারবার। নাজমুল অনুশীলনটা শেষ করলেন কল্পনায় একটি টি-টোয়েন্টি ম্যাচের প্রায় ১৫ ওভার ব্যাটিং করে।
Post Top Ad
Your Ad Spot
সোমবার, জানুয়ারী ১৬, ২০২৩
স্বাধীনতা পেয়ে ধারাবাহিক হলেন নাজমুল
নেট ছেড়েছেন মাত্রই। নাজমুল হোসেন নতুন বলের বিপক্ষে ব্যাটিং করে বিশ্রাম না নিয়ে সরাসরি এলেন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের মাঝের উইকেটে। সেখানে করলেন ছক্কা মারার অনুশীলন। ১০-১৫ ওভার পুরোনো বলগুলোকে মাঠের চারপাশে ওড়ানোর চেষ্টা করছিলেন এই বাঁহাতি। কিছু বাউন্ডারির ওপারে যাচ্ছিল, কিছু টাইমিংয়ের গড়বড়ের কারণে সীমানা পার হচ্ছিল না। তখন বল মারার সময় মাথার অবস্থান ঠিক থাকে কি না, সেটাও দেখে নিচ্ছিলেন বারবার। নাজমুল অনুশীলনটা শেষ করলেন কল্পনায় একটি টি-টোয়েন্টি ম্যাচের প্রায় ১৫ ওভার ব্যাটিং করে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Your Ad Spot
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন