Type Here to Get Search Results !

জাতীয়

6/col-left/জাতীয়

"১লাখ ইয়াবা লুটপাটের ঘটনা সত্য" আমাকে জড়িত করে সংবাদ প্রচারের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি

 


বিভিন্ন পত্রিকায় অনলাইন পোর্টালে ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেইজে "প্রকাশিত সংবাদ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। টেকনাফ সদর ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য, এনামুল হক এনাম।


এনামুল হক এনাম মেম্বার উক্ত সংবাদ প্রচারের বিষয়ে বলেন,কিছুদিন আগে নাজির পাড়া সীমান্তে গভীর রাতে ১ লক্ষ ইয়াবা লুটপাট হয়েছে ঘটনাটি সত্য, উক্ত ইয়াবা ডাকাতির সঙ্গে যারা রয়েছে তাদের বিষয়ে টেকনাফ উপজেলার সংশ্লিষ্ট প্রশাসন ঠিকই অবগত হয়েছে এবং অবগত আছেন।


কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে নিউজ পোর্টালসহ বিভিন্ন ধরনের আমাকে নিয়ে কেন উক্ত নিন্দনীয় কাজে লিপ্ত করা হচ্ছে আমার বোধগম্য নই। মনগড়া নিউজ ধারাবাহিক সাংবাদিকতার পরিপন্থী।


আমি চ্যালেঞ্জ করছি। যদি কোন মায়ের সন্তান প্রমাণ বা বলতে পারে আমি ও আমার পরিবারের কোন একজন ব্যক্তি উক্ত ইয়াবা লুটপাট কাজে জড়িত আছে বা পরবর্তী জড়িত হয়েছে, আমি কথা দিচ্ছি আমার ওয়ার্ডবাসী তথা টেকনাফের সকল শ্রেণির মানুষের জুতা মালা বাঁধিয়ে গলায় নিয়ে জুলব।


আল্লাহর ইচ্ছে ছিল বলেই আপনি সাংবাদিকতার মতো মহান পেশায় নিযুক্ত হয়েছেন। রাব্বুল আলামীন চাইলে নিমিষেই আপনাকে ঝাড়ুদার হিসাবেও কবুল করতেই পারে, সুতরাং মহৎ কলম নিয়ে বেশি মাতলামি করবেন না কারণ, উপরে পৃথিবীর মালিক সবই দেখেন, মজলুম যেকোনো মানুষের বদদোয়া আল্লাহ কবুল করেন।


তিনি বলেন,সাপ্তাহিক অগ্রযাত্রা পত্রিকার প্রতিবেদক আমার প্রতিপক্ষের ফাঁদে লিপ্ত হয়ে বারবার আমার ও আমার নিরপরাধ ভাইদের বিরুদ্ধে মনগড়া বানোয়াট প্রতিবেদন ইচ্ছে মতো চালিয়ে ভিউ বাড়ানোর ধান্ধায় লিপ্ত হয়ে নিজেদেরকে রাক্ষুসে সাংবাদিক হিসাবে পরিচয় দিচ্ছে।


আমি ব্যক্তিগত ভাবে উক্ত প্রতিবেদন টিমের সকল সদস্যদের অহংকারী মন মানসিকতার প্রতি ঘৃণা জানাচ্ছি। এবং যাচাই বাছাই করে অপরাধীদের মুখোশ উন্মোচন করেন। সাথে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.