নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত বাড়ি থেকে মালিকবিহীন ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে ১৬ এপিবিএন।
শুক্রবার (২৭ জুন) গভীর রাতে টেকনাফের জাদিমুড়ার জিনজিরা পাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
এদিকে গণমাধ্যমে এসব বিষয় নিশ্চিত করে নাম প্রকাশে অনিচ্ছুক এক এপিবিএন সদস্য জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি টেকনাফের জাদিমুড়া জিনজিরা পাড়া এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে কিছু মাদক কারবারিরা ইয়াবা মজুদ করেছে।
উক্ত তথ্যের ভিত্তিতে টেকনাফ ১৬ এপিবিএন সদস্য কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করলে ওই পরিত্যক্ত বাড়ি থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয় । এসময় এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে মাদক কারবারিরা দ্রুত পালিয়ে যায় ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত আলামত এবং মাদক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।