টেকনাফ নিউজ,কক্সবাজার নিউজ,সারাদেশ, আন্তর্জাতিক, মাদক টেকনাফ, দৈনিক নাফ নিউজ, উখিয়া, পর্যটন, শিক্ষা, হ্নীলা,

Advertisement

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, জানুয়ারী ৩০, ২০২৩

টেকনাফ বাহারছড়ার গহীন পাহাড় থেকে অপহৃত দুইজন ঊদ্ধার-

 

পুলিশী অভিযানে টেকনাফ বাহারছড়ার গহীন পাহাড় থেকে অপহৃত দুইজন ঊদ্ধার- 

টেকনাফ থানাধীন বাহারছড়া  ইউনিয়নের দক্ষিণ শিলর্খালী চৌকিদার পাড়া এলাকার রহমত উল্লাহ(২৫), পিতা- নুরুল আমিন ও আব্দুল হাফিজ(২০), পিতা- আলী আকবর গহীন পাহাড়ে  জ্বালানী কাঠ সংগ্রহ করতে গেলে ওৎ পেতে থাকা অস্ত্রধারী মুখোশপরা অপহরনকারী কতৃ়ক অপহৃত হয়। পুলিশ সংবাদ পেয়ে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ তাৎক্ষণিক বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া জরুরী ভিত্তিতে গহীন  পাহাড়ে  স্থানীয় মেম্বার, কমিউনিটি পুলিশের সদস্য, চৌকিদারসহ  লোকজনকে সাথে নিয়ে কয়েক ঘন্টার রুদ্ধশ্বাস অভিযান পরিচালনার এক পর্যায়ে অস্ত্রধারী অপহরনকারীরা ভীত হয়ে অপহৃতদের রেখে দ্রুত গহীন অরন্যের মাঝে আত্মগোপন করে। জেলা পুলিশের সদস্যগন অপহৃত দুজনকে হাত বাঁধা অবস্থায় দ্রুত উদ্ধার করিয়া দ্রুত চিকিৎসার ব্যবস্থা করে। অপহৃতদের পরিবারের নিকট হস্তান্তর করে। এই রুদ্ধশ্বাস অভিযানে সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন কক্সবাজার জেলা পুলিশ সুপা মোঃ মাহফুজুল ইসলাম, পিপিএম- বার। অপহৃতদের মানসিক অবস্থার উন্নতির পর তাদের জিজ্ঞাসাবাদ পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। জড়িত অপহরনকারীদের খোঁজে পাহাড়ে ব্যাপক অভিযান অব্যাহত আছে।

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Your Ad Spot

পৃষ্ঠাসমূহ