৪০,০০০ পিস ইয়াবা জব্দ! তিনজন গ্রেফতার


 কক্সবাজার, রামু থানাধীন খুনিয়াপালং এলাকায় অভিযান পরিচালনা করে ৪০,০০০ পিস ইয়াবাসহ তিনজন এফডিএমএন সদস্য গ্রেফতার করেছে র‌্যাব-১৫


র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিএসসি ক্যাম্পের আভিযানিক দল অদ্য ০৫/০২/২০২৩ খ্রিঃ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয় যে কতিপয় সংঘবদ্ব মাদক ব্যবসায়ীরা বড় ধরনের ইয়াবার চালান নিয়ে মায়ানমার সীমান্ত হতে ফিশিং বোটযোগে সমুদ্রপথে কক্সবাজারের করাচিপাড়া ঘাটের দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে একই দিন ০৫:২০ ঘটিকার সময় কক্সবাজার জেলার রামু থানাধীন খুনিয়াপালং ইউনিয়নস্থ পেঁচারদ্বীপ সাকিনের করাচিপাড়া ঘাটের সামনে এক অভিযান পরিচালনা করে। এ সময় তিনজন মদক ব্যবসায়ীকে আটক করে। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদের দেহ এবং তাদের ব্যবহৃত ফিশিং বোট তল্লাশী করে বর্ণিত বোটের মাছ রাখার বক্সের ভেতর হতে সর্বমোট ৪০,০০০ ((চল্লিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তিদের বিস্তারিত পরিচয় ১। আবুল হাসিম (৩২)(এফডিএমএন), এফসিএন নং- ১৭৬৬৬৫, পিতা- ইমান হোসেন, মাতা- মৃত নূর বাহার, সাং- কুতুপালং, ৩ নং ক্যাম্প, ব্লক -সি/৩২, হেডমাঝি- মৌঃ হাবিবুল্লাহ, ব্লক মাঝি- মুসলিম, ২। আবু ছৈয়দ (৪৮)(এফডিএমএন), এফসিএন নং-১৭৩৯২১, পিতা- মৃত কাশিম, মাতা- মৃত ফাতেমা খাতুন, সাং- কুতুপালং, ৫ নং ক্যাম্প, ব্লক -বি/৪, হেডমাঝি- আজিমুল্লাহ, ব্লকমাঝি- হাবিবুল্লাহ, ৩। আব্দুল গনি (৩৭)(এফডিএমএন), এফসিএন নং-২২০৫৫১, পিতা- মোবারক, মাতা- মায়ানাখাতুন, সাং- কুতুপালং, ৫ নং ক্যাম্প, ব্লক এ/১, হেডমাঝি- হামিদ হোছেন, ব্লক মাঝি- ইউনুছ, সর্ব থানা- উখিয়া, জেলা-কক্সবাজার জানা যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, দীর্ঘদিন যাবৎ ধৃত ব্যক্তিরা পরষ্পর যোগসাজশের মাধ্যমে মায়ানমার সীমান্ত থেকে ক্রয় করে কক্সবাজার শহরে বিক্রয়ের উদ্দেশ্যে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজেদের দখলে রাখে। অদ্য উপরোল্লিখিত ইয়াবাসহ র‌্যাব-১৫ এর আভিযানিক দলের কাছে ধৃত হয়।    

উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার রামু থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে । 

মন্তব্যসমূহ