টেকনাফ নিউজ,কক্সবাজার নিউজ,সারাদেশ, আন্তর্জাতিক, মাদক টেকনাফ, দৈনিক নাফ নিউজ, উখিয়া, পর্যটন, শিক্ষা, হ্নীলা,

Advertisement

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ফেব্রুয়ারী ০৭, ২০২৩

বিপিএল থেকে দেশে ফিরে পুলিশের ডিএসপি হলেন নাসিম শাহ



দৈনিক নাফ নিউজ ডেক্স:বিপিএল মাতিয়ে দেশে ফিরেছেন পাকিস্তানের পেসার নাসিম শাহ। পাকিস্তান ক্রিকেট দলের তারকা পেসার নাসিম শাহকে বেলুচিস্তান পুলিশের গুডউইল অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত করা হয়েছে। গত শনিবার (৪ জানুয়ারি) বেলুচিস্তান পুলিশ নাসিম শাহকে পুলিশের ‘অনারারি ডিএসপি’বা ‘সম্মানসূচক ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট অব পুলিশ’ হিসাবে নিয়োগ করেছে।

এই নিয়োগের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাকিস্তানের কোয়েটায় বেলুচিস্তান পুলিশের আইজি অফিসে হওয়া ওই অনুষ্ঠানে এই পেসারকে পুলিশের ইউনিফর্ম পরা অবস্থায় দেখা যায়, এবং আনুষ্ঠানিকভাবে তাকে র‍্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়া হয়। নতুন এ দায়িত্ব পেয়ে খুশি নাসিম। নিয়োগ পাওয়ার পর অনুষ্ঠান চলাকালীন নাসিম মঞ্চে উঠে নিজের আনন্দ সবার সাথে ভাগাভাগির কথা বলেন।

এসময় তাকে হাসিমুখে দেখা যায়। পাকিস্তানের এই ক্রিকেটার ‘সম্মান’ এর জন্য বেলুচিস্তান পুলিশের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন। তিনি বলেন, ‘ছোটবেলায় আমি পুলিশকে ভয় পেতাম। আমার বাবা-মা পুলিশের কথা বলে আমাকে ভয় দেখাতেন। তবে, আমি বড় হয়েছি। আমি বুঝতে পেরেছি যে তারা আমাদের সুরক্ষিত রাখতে কতটা ত্যাগ স্বীকার করেছে।


কোন মন্তব্য নেই:

Post Top Ad

Your Ad Spot

পৃষ্ঠাসমূহ