ইব্রাহীম মাহমুদ/টেকনাফ প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে এফআইভিডিবির উদ্যোগে এবং প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরী সহযোগিতায়
সামাজিক সংবেদনশীলতা ও দন্ধ নিরসন শীষর্ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৭ মার্চ শুক্রবার,টেকনাফ উপজেলা মিলনায়তন হল রুমে এ কর্মশালার আয়োজন করা হয়। এফআইভিডিবি কর্তৃক বাস্তবায়িত এএইচপি মাল্টি ইয়ার প্রোগ্রামের সিবিসিপি কো-আর্ডিনেটর মো:মাহবুবুর রহমানের সঞ্চালনায়, কর্মশালায় প্রঁধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার মো:কামরুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন,আসলে আমাদের সমাজ আজ চরম অবক্ষয়ে সুতারং এখনই সময় সবাই এ অবক্ষেযর বিরুদ্ধে কাজ করার। আমি প্লান ইন্টারন্যাশনাল এবং এফআইভিডিবি কে ধন্যবাদ জানাই চমৎকার এ উদ্যোগের জন্য।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন