টেকনাফ নিউজ,কক্সবাজার নিউজ,সারাদেশ, আন্তর্জাতিক, মাদক টেকনাফ, দৈনিক নাফ নিউজ, উখিয়া, পর্যটন, শিক্ষা, হ্নীলা,

Advertisement

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, মার্চ ১৭, ২০২৩

টেকনাফে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরী সহযোগিতায় সামাজিক এবং শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত


ইব্রাহীম মাহমুদ/টেকনাফ প্রতিনিধি 

কক্সবাজারের টেকনাফে এফআইভিডিবির উদ্যোগে এবং প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরী সহযোগিতায়

সামাজিক সংবেদনশীলতা  ও দন্ধ নিরসন শীষর্ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১৭ মার্চ শুক্রবার,টেকনাফ উপজেলা মিলনায়তন হল রুমে এ  কর্মশালার আয়োজন করা হয়। এফআইভিডিবি কর্তৃক বাস্তবায়িত এএইচপি মাল্টি ইয়ার প্রোগ্রামের সিবিসিপি কো-আর্ডিনেটর মো:মাহবুবুর রহমানের সঞ্চালনায়, কর্মশালায় প্রঁধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার মো:কামরুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন,আসলে আমাদের সমাজ আজ চরম অবক্ষয়ে সুতারং এখনই সময় সবাই এ অবক্ষেযর বিরুদ্ধে কাজ করার। আমি প্লান ইন্টারন্যাশনাল এবং এফআইভিডিবি কে ধন্যবাদ জানাই চমৎকার এ উদ্যোগের জন্য।

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Your Ad Spot

পৃষ্ঠাসমূহ