Type Here to Get Search Results !

জাতীয়

6/col-left/জাতীয়

মসজিদুল হারামে রমজানের প্রথম তারাবি অনুষ্ঠিত

দৈনিক নাফ নিউজ ডেক্সঃ

 মক্কার পবিত্র মসজিদুল হারামে রমজানের প্রথম তারাবির নামাজ অনুষ্ঠিত হয়েছে। এতে ইমাম হিসেবে ছিলেন শায়খ ড. ইয়াসির বিন রাশিদ আল-দাওসারি ও শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস। স্থানীয় সময় বুধবার (২২ মার্চ) দিবাগত রাতে অনুষ্ঠিত এ নামাজে অংশ নিয়েছেন বিশ্বের নানা প্রান্ত থেকে আগত মুসল্লিরা।

এশার নামাজের পর রমজান উপলক্ষে স্বাগত বক্তব্য প্রদান করেন মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস। বিশ্বের মুসলিমদের মরজানের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘রমজান মাস আল্লাহর বিশেষ অনুগ্রহ লাভের মাস। এ সময়ে মহান আল্লাহর নিষ্ঠাপূর্ণ আনুগত্যের মাধ্যমে নামাজ, রোজা, কোরআন তিলাওয়াতসহ বিভিন্ন ইবাদতের মধ্যে সময় কাটানো সবার কর্তব্য।’

এবার পবিত্র মসজিদুল হারামে পাঁচজন ইমাম তারাবির নামাজ পড়াবেন। তাঁরা হলেন শায়খ ড. ইয়াসির বিন রাশিদ আল দাওসারি, শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস, শায়খ ড. আবদুল্লাহ আল বিন আওয়্যাদ আল জুহানি, শায়খ ড. মাহির বিন হামাদ আল মুয়াইকালি ও শায়খ ড. বান্দার বিন আবদুল আজিজ বালিলাহ। তাঁরা রমজানের শেষ ১০ দিনেও তাহাজ্জুদ নামাজে ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন।

এবারের রমজানে বাংলাসহ বিশ্বের ১০টি ভাষায় রমজান বিষয়ক আলোচনা অনুষ্ঠান সম্প্রচারের উদ্যোগ নিয়েছে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের পরিচালনা পরিষদ। ইসলামের সুমহান বার্তা সারা বিশ্বে পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়।

সূত্র : হারামাইন ওয়েব সাইট।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.