Type Here to Get Search Results !

জাতীয়

6/col-left/জাতীয়

টেকনাফের মাদক কারবারি কবিরকে যাবজ্জীবন দিয়েছেন আদালত

 

বিশেষ প্রতিনিধি। 

কক্সবাজারের টেকনাফ সদরের উত্তর লম্বরী এলাকা থেকে ১ লাখ ২২ হাজার ১৪০ পিস ইয়াবা উদ্ধারের মামলায় এক আসামির যাবজ্জীবন (৩০ বছর) সশ্রম কারাদণ্ড ও ৫ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। জরিমানা অনাদায়ে আরো এক বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৮ মার্চ) শুনানি শেষে এ রায় ঘোষণা করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈল।

দণ্ডিত আসামি টেকনাফ সদরের ২নং ওয়ার্ডের মিঠাপানির ছড়ার উত্তর লম্বরী এলাকার মো. হোছনের ছেলে আহমেদ কবির। রায় ঘোষণাকালে আসামি আদালতে উপস্থিত ছিল।
মামলার অপর আসামি নুর মোহাম্মদ প্রকাশ খুলু (পলাতক) এর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট ফরিদুল আলম। আসামিপক্ষে ছিলেন এডভোকেট মাহামুদুল হক (মাহমুদ) ও এডভোকেট বাপ্পী শর্মা।
আদালত সূত্র জানায়, ২০২১ সালের ২৫ জানুয়ারি আহমদ কবিরের মুরগীর খামার থেকে ১ লাখ ২২ হাজার ১৪০ পিস ইয়াবা উদ্ধার করে র‌্যাব। এ ঘটনায় র‌্যাব-৭ এর এসআই মোহাম্মদ শামসুল ইসলাম বাদি হয়ে টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণির (১০)-গ ধারামতে মামলা করেন। টেকনাফ তৎকালীন এসআই মো. আবদুল বাতেন তদন্ত শেষে ২০২১ সালের ৬ মার্চ আদালতে চার্জশিট জমা দেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.