টেকনাফ নিউজ,কক্সবাজার নিউজ,সারাদেশ, আন্তর্জাতিক, মাদক টেকনাফ, দৈনিক নাফ নিউজ, উখিয়া, পর্যটন, শিক্ষা, হ্নীলা,

Advertisement

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, মার্চ ১৪, ২০২৩

পোশাক নিয়ে ফের তোপের মুখে ‘কাঁচা বাদাম’ কন্যা অঞ্জলি


কাঁচা বাদাম’ রিলে নেচে একসময় ভাইরাল হয়েছিলেন অঞ্জলি অরোরা। এরপর থেকে নিয়মিত ইনস্টাগ্রাম রিলে ধরা দেন এই সুন্দরী। এবারো ধরা দিলেন, তবে প্রশংসার বদলে এবার তাকে শুনতে হলো সমালোচনা। সামাজিক মাধ্যমে রীতিমতো ধেয়ে এলো কটাক্ষের বন্যা।

তার এ সাজসজ্জা ও রিল বানানো নাকি অনুরাগীদের দাবি মেনেই। এমনটাই লিখেছেন রিলের ক্যাপশনে। অনুরাগীদের সেই ‘অন ডিমান্ড’ পূরণ করতে পারেননি অঞ্জলি। অন্তত তেমনটাই দেখা গেছে অধিকাংশের কমেন্টে।
এদিন সাদা টপ ও কালো মিনি স্কার্টে সেজেছিলেন অঞ্জলি। পায়ে চামড়ার বুট। ক্যামেরার কেরামতিতে ধরা পড়েছে তার সুঠাম চেহারা। 

নেটিজেনদের কারো মন্তব্য, ‘সবই ঠিক আছে,কিন্তু ক্যামেরার সামনে আসার আগে জামা-কাপড় পরতে হবে তো! না পরেই চলে এলেন?’ কেউ লিখেছেন, ‘ইশ্! কী খারাপ!’
তবে এদিন যে শুধু নিন্দাই শুনতে হয়েছে অঞ্জলিকে তা নয়, প্রশংসাও কুড়িয়েছেন কারো কারো। তবে সেই সংখ্যা একদমই সামান্য।

এবারই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবার পোশাক নিয়ে মন্দবাক্য শুনতে হয়েছে অঞ্জলি অরোরাকে। কিছু দিন আগে এক ভিডিওতে তার নিম্নাঙ্গের অন্তর্বাস প্রকাশ্যে আসায় সমালোচনায় পড়তে হয়েছিল সাবেক এই ‘লক আপ’ তারকাকে। গেল বছর এমএমএস কাণ্ডে নাম জড়িয়েছিল অঞ্জলির। যদিও তার দাবি, ভাইরাল হওয়া তরুণী তিনি ছিলেন না।

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Your Ad Spot

পৃষ্ঠাসমূহ