টেকনাফ নিউজ,কক্সবাজার নিউজ,সারাদেশ, আন্তর্জাতিক, মাদক টেকনাফ, দৈনিক নাফ নিউজ, উখিয়া, পর্যটন, শিক্ষা, হ্নীলা,

Advertisement

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, মার্চ ১৭, ২০২৩

কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন টাইগারদের


 দৈনিক নাফ নিউজ ডেক্স :আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন সিলেটে। শুক্রবার প্রথম ওয়ানডের আগে সিলেটের মূল মাঠে অনুশীলন করেন সাকিব-তামিম-মুশফিকরা।

অনুশীলনের পর বঙ্গবন্ধুর জন্মদিন পালন করেন ক্রিকেটাররা। মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী আজ। ১৯২০ সালের এই দিন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।

কেক কেটে ক্রিকেটাররা আনন্দে মেতে উঠেন। কেকে লিখা ছিল, ‘জাতি আজ স্মরণ করছে তোমায় বিনম্র শ্রদ্ধায়। তুমি থাকবে চির অমর হয়ে অনিঃশেষ ভালবাসায়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধঞ্জলি।’

এদিকে সাকিব ফেসবুকে পোস্ট করেছেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিনের শুভেচ্ছা। আমাদের দেশের স্বাধীনতা ও অগ্রগতিতে আপনার অবদান কখনো ভোলার নয়।’

জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ লিখেছেন, ‘বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিনের শুভেচ্ছা – আপনার দূরদৃষ্টি, সাহসিকতা এবং বাঙালি জনগণের প্রতি অটুট অঙ্গীকার আমাদের আজও অনুপ্রাণিত করে চলেছে।’

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Your Ad Spot

পৃষ্ঠাসমূহ