Type Here to Get Search Results !

জাতীয়

6/col-left/জাতীয়

টেকনাফে ইয়াবা বোঝাই প্রাইভেট কারসহ আটক করেছেন! বিজিবি-২



মুহাম্মদ কিফায়তুল্লাহ/টেকনাফ : টেকনাফে বিজিবি জওয়ানেরা চেকপোস্টে তল্লাশী চালিয়ে ইয়াবা বোঝাই প্রাইভেট কারসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে।


জানা যায়, ২৭এপ্রিল সকাল ৯টায় টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের শীলখালী অস্থায়ী চেকপোস্টে দায়িত্বরত জওয়ানেরা কক্সবাজারগামী একটি প্রাইভেট কার আসলে তল্লাশী চালায়। এসময় চালকের আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করে কারের বাম পাশের চাকার মর্টার গেইটের ভেতরে অভিনব কায়দায় ফিটিং করা ১৩হাজার পিস ইয়াবাসহ সাবরাং কাটাবনিয়ার আব্দুল খালেকের পুত্র কার চালক ও মাদক কারবারী মোঃ বেলাল উদ্দিন (২৪) কে গ্রেফতার করে।


টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মহিউদ্দিন আহমেদ (বিজিবিএমএস) জানান, ইয়াবা ও জব্দকৃত কারসহ আটক মাদক কারবারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলায় টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.