👨💼মো. আরাফাত সানি/টেকনাফ
ঘূর্ণিঝড় মোখা'য় আঘাতে ক্ষতিগ্রস্ত দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে ত্রাণ সহায়তা ও চিকিৎসাসেবা প্রদান করেছে বাংলাদেশ নৌবাহিনী।
মঙ্গলবার (১৬ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত এই বিতরণ ও সেবা কার্যক্রম পরিচালনা করা হয়।
উক্ত কার্যক্রমে বাংলাদেশ নৌবাহিনীর হয়ে উপস্থিত ছিলেন ক্যাপ্টের মিজানুর রহমান, লেঃ কমান্ডার ছৈয়দ তৈয়মুর পাশা, সার্জেন্ট লেঃ সাকিল, লে: ইমাম হাসিব।
এ সময় নৌবাহিনীর কর্মকর্তারা জানান- সেন্টমার্টিন দ্বীপে ক্ষতিগ্রস্তদের মধ্যে নৌবাহিনী চাল, বিস্কুটসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী এবং আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি ঘূর্ণিঝড় পরবর্তী স্বাস্থ্য সেবা দিতে অস্থায়ী মেডিকেল ক্যাম্পও স্থাপন করে। সেখান থেকে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি আমদের বাংলাদেশ নৌ-বাহিনীর পক্ষ হতে এ কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা যথেষ্ট পরিমাণ ঔষধ নিয়ে এসেছি আমাদের মেডিকেল অফিসারও রয়েছে।
উল্লেখ যে, গত (১৪ মে) দুপুরে মিয়ানমারসহ বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে টেকনাফে ঘূর্ণিঝড় মোখা আঘাত হানে। এতে ওই এলাকার ১ হাজারেরও অধিক ঘরবাড়ি বিধ্বস্ত ও মানুষ ক্ষতিগ্রস্ত হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন