Type Here to Get Search Results !

জাতীয়

6/col-left/জাতীয়

টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ইয়াবাসহ আটক-২

 


👨‍💼মুহাম্মদ কিফায়তুল্লাহ:টেকনাফ প্রতিনিধি 


কক্সবাজারের টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (বিশেষ জোনের) আভিযানিক দল পৌর শহরের আলো শপিং কমপ্লেক্স এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও মুঠোফোনসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে।


সুত্র জানায়,গত ২৬ জুলাই বিকাল সাড়ে পাঁচ ঘটিকায় টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (বিশেষ জোনের) একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভার আলো শপিং কমপ্লেক্সের সিরাজগঞ্জ নামে দোকানের সামনে খোলা জায়গায় অভিযান চালিয়ে সাবরাং ইউপির নয়াপাড়াস্থ হারিয়াখালীর মোঃ ইউনুছের পুত্র আবুল কালাম আজাদ (২০) এবং কালা মিয়ার পুত্র নুরুল আবছার (২৫) কে একটি শপিং ব্যাগসহ গ্রেফতার করা হয়।


পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আবুল কালাম আজাদের হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ২হাজার পিস ইয়াবা পাওয়া যায়। 


এসময় তাদের ব্যবহৃত ২টি স্কীনটাচ মোবাইল জব্দ করা হয়। ধৃত আবছারকে ইয়াবা ক্রয় ও সরবরাহের জন্য সহযোগী হিসেবে নিয়ে আসে আবুল কালাম। 


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ (বিশেষ জোন) এর সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফা জানান,এই অভিযানে ডিএনসি টেকনাফ বিশেষ জোনের উপপরিদশর্ক মোঃ নাসির উদ্দীন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের করেন জব্দকৃত ইয়াবাসহ ধৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.