টেকনাফের ইউএনও'র বদলী! উপজেলা পরিষদের উদ্যোগে সংবর্ধনা

 

সৈয়দ আলম: টেকনাফ  প্রতিনিধি  

টেকনাফ কক্সবাজারের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান (ইউএনও) এর বদলি হয়েছে। তার এ বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান করেছে উপজেলা পরিষদ।  

 ১৬ আগস্ট উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা মিলনায়তনে উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলমের সভাপতিত্বে  একাডেমিক সুপারভাইজার নুরুল আবছারের সঞ্চালনায় এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। 
পিনপতন নিরবতায় অশ্রুসজল নয়নে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.এরফানুল হক চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান শফিক মিয়া, ওসি মোঃ জুবাইর সাঈদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা  মোঃ আবুল  কাসেম, উপজেলা প্রকৌশলী আরিফ হোসেন, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সিরাজুল  মোস্তফা,  সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরিদর্শক বিদ্যুৎ বিহারি নাথ, আওয়ামী লীগ নেতা জহির  হোসেন এম এ, সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী, জমিরিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফরিদুল আলম, মফিজ উদ্দৌলা, হোয়াইক্যং উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামীম আরা পারভিন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সুলতান মাহমুদ প্রমূখ। 
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তরা বলেন, সরকারি চাকুরীজীবিদের বদলিজনিত কারণে এক জায়গায় বেশিদিন থাকা যায়না। তাই নির্দিষ্ট সময় শেষ ও  পদোন্নতি জনিত কারণে ইউএনও মো. কামরুজ্জামানকে বদলি হতে হচ্ছে।

 

 কিন্ত এ অল্প কদিনে তার মাঠেঘাটের নিরলস কার্যক্রম ও মানুষের ডাকে  সাড়া দেওয়া প্রভৃতির কারণে ইতিমধ্যে  উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও কর্মচারী, মিডিয়াকর্মী সহ সকল পেশাজীবীদের মনে আন্তরিকভাবে স্থান করে নিয়েছে। অশ্রুসজল নয়নে বক্তারা ওই সব কথা বলেন।
মো. কামরুজ্জামান ইউএনও হতে গাজীপুর সিটি করপোরেশনের এডিসি হন তিনি। 
উল্লেখ্য অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা পরিষদ সিএ সৈয়দ হোসাইন মামুন।

মন্তব্যসমূহ