Type Here to Get Search Results !

জাতীয়

6/col-left/জাতীয়

সেনাসদস্যগণ নিরলসভাবে পানিবন্দী মানুষকে উদ্ধার ও দুর্গতদের মাঝে খাবার বিতরণ


প্রেস বিজ্ঞপ্তি :বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের সেনাসদস্যগণ চট্টগ্রাম এর লোহাগড়া, সাতকানিয়া উপজেলা সহ কক্সবাজার জেলায় বন্যা দুর্গতদের সহায়তায় মোতায়েন রয়েছে।

মোতায়েনরত সেনাসদস্যগণ নিরলসভাবে পানিবন্দী মানুষকে উদ্ধার ও দুর্গতদের মাঝে খাবার বিতরণ, বিশুদ্ধ পানি সরবরাহ এবং চিকিৎসা সহায়তা প্রদান করে আসছে।

বলপূর্বক বাস্তুচ্যুত মায়ানমার নাগরিকদের ক্যাম্প সমূহেও দুর্যোগ মোকাবেলায় লক্ষ্যে সেনাবাহিনীর উদ্ধারকারী দল নিরলসভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন কর্তৃক কক্সবাজার, চট্টগ্রাম এর বিভিন্ন উপজেলার বন্যাকবলিত এলাকায় বন্যা দুর্গত ব্যক্তিদের উদ্ধার করে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে প্রেরণ, চিকিৎসা সহায়তা প্রদান, ত্রাণ বিতরণ, বিশুদ্ধ পানি সরবরাহ এবং পানি বিশুদ্ধকরণ ওষুধ বিতরণ করেছে।

এছাড়াও ১০ পদাতিক ডিভিশন কর্তৃক কন্ট্রোলরুম স্থাপন, জেলা প্রশাসন কক্সবাজার ও অন্যান্য সংস্থার সাথে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রাখার পাশাপাশি সার্বক্ষণিক উদ্ধারকারী ও মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.