Type Here to Get Search Results !

জাতীয়

6/col-left/জাতীয়

চলতি বছরের মার্চে ইংল্যান্ড সিরিজ থেকেই জাতীয় দলের বাইরে মাহমুদউল্লাহ রিয়াদ

 

৩০ আগস্ট পাকিস্তানে শুরু হবে এশিয়া কাপ। টুর্নামেন্টের জন্য ঘোষিত ১৭ সদস্যের দলে জায়গা হয়নি সাবেক এই অধিনায়কের।   

মাহমুদউল্লাহ রিয়াদ এশিয়া কাপের দল থেকে বাদ পড়ায় দেশের ক্রীড়াঙ্গনসহ সর্বত্র সমালোচনা হচ্ছে। এই অলরাউন্ডারকে এশিয়া কাপের দলে ফেরানোর জন্য মানববন্ধনও হয়েছে। 
তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, মাহমুদউল্লাহ ইস্যুতে বোর্ড চাপে নেই। 

এ ব্যাপারে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু সংবাদমাধ্যমকে বলেছেন, না। আসলে ওই রকমভাবে কোনো চাপ অনুভব করছি না। মাহমুদউল্লাহর কথা যদি বলি, আমাদের বাংলাদেশের ক্রিকেটে যে অবদান কখনো অস্বীকার করার মতো না এবং কখনো করাও হবে না।  

বিসিবির এই পরিচালক আরও বলেন,একটা ব্যাপার যেটি বললাম, যেহেতু একসময় মাহমুদউল্লাহ দলে এসেছিলেন, একটা সময় নিয়ম অনুযায়ী দল থেকে বাদ পড়বেন। দুঃখজনক হলেও এটা সত্য। এটাই নিয়ম। পৃথিবীর নিয়ম এভাবেই চলে। সেই নিয়মে তার বাদ পড়া। তো দুঃখ লাগবে, খারাপ লাগবে তার মতো অভিজ্ঞ খেলোয়াড় আমাদের এখানে নেই।  

তিনি আরও বলেন,একটা সময় মাহমুদউল্লাহ ছিলেন না। সেও কারও জায়গায় স্থলাভিষিক্ত হয়েছিল। যারা তখন বাদ পড়েছে তাদের কাছেও খারাপ লেগেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.