টেকনাফ নিউজ,কক্সবাজার নিউজ,সারাদেশ, আন্তর্জাতিক, মাদক টেকনাফ, দৈনিক নাফ নিউজ, উখিয়া, পর্যটন, শিক্ষা, হ্নীলা,

Advertisement

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, সেপ্টেম্বর ২৫, ২০২৩

নতুন কমিটি হতে পারে শিগগিরি ছাত্রদলের|দৈনিক নাফ নিউজ


ডিএনএন ডেক্স: নির্বাচনের আগে খোদ বিএনপিসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো এখন সক্রিয়। সরকার পতনের এক দফা আন্দোলনে একাট্টা তারা। শোনা যাচ্ছে নির্বাচনের আগে বিএনপির অন্যতম সহযোগী সংগঠন ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটির ঘোষণা হতে পারে। যদিও এ নিয়ে প্রকাশ্যে কেউ কিছু বলতে নারাজ। ছাত্রদলের সাবেক সভাপতি রওনকুল ইসলাম শ্রাবণ দলীয় পদে ফিরবেন কি না তা নিয়েও রয়েছে ধোঁয়াশা।

নাম প্রকাশে অনিচ্ছুক, ছাত্রদলের এক সহ-সভাপতি জাগো নিউজকে বলেন, ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণকে অসুস্থতার কথা বলে বিএনপি অব্যাহতি দিলেও তিনি ‘মহল বিশেষের’রোষানলে পড়ে দলীয় পদ হারান। এখন তাকে ছাত্রদল থেকে বিদায় জানাতে মরিয়া ওই পক্ষটি। শ্রাবণকে নিয়ে খোদ বিএনপির কোনো পর্যায়ের নেতাকর্মী প্রকাশ্যে তো দূরের কথা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গেও কথা বলতে পারছেন না। এমনকি শ্রাবণ স্বপদে ফিরে এলেও তার বিরুদ্ধে অপপ্রচার চলবে বলে মনে করছেন অনেকে।


কোন মন্তব্য নেই:

Post Top Ad

Your Ad Spot

পৃষ্ঠাসমূহ