প্রেস বিজ্ঞপ্তি।
কক্সবাজার টেকনাফে গণমানুষের দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
শনিবার (২৫ নভেম্বর) বিকেলে টেকনাফ প্রেস ক্লাবের হল রুমে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে এই প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান উদযাপন করা হয়।
দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার টেকনাফ উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি মোঃ আরাফাত সানি'র সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টেকনাফ প্রেস ক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন টেকনাফ প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি মো. আশেক উল্লাহ ফারুকী, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি আব্দুস সালাম, দৈনিক মানবজমিন এর প্রতিনিধি আমান উল্লাহ কবির, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি নুর হাকিম আনোয়ার, দৈনিক যুগান্তর/এশিয়ান টিভি'র প্রতিনিধি নাছির উদ্দীন রাজ, দৈনিক আমার সময় প্রতিনিধি আক্তার হোসেন হিরু, আনন্দ টিভির প্রতিনিধি মো. শহিদুল্লাহ, দৈনিক অধিকার প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক গণকণ্ঠের প্রতিনিধি এম এ হাসান, দৈনিক রূপসী গ্রাম প্রতিনিধি নুরুল আলম,দৈনিক ভোরের পত্রিকার প্রতিনিধি মো. ইউনুছ অভি, দৈনিক লাল সবুজের দেশের প্রতিনিধি মো. ফারুক বাবুল,, দৈনিক দৈনন্দিনের প্রতিনিধি ইব্রাহিম মাহমুদ, দৈনিক সমুদ্রকন্ঠের টেকনাফ প্রতিনিধি আব্দুর রহমান, টিটিএন এর টেকনাফ প্রতিনিধি নোমান প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জাবেদ ইকবাল চৌধুরী বলেন, অপ-সাংবাদিকতা পরিহার করে সাংবাদিকদের আরও সোচ্চার হতে হবে। পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সমাজের অন্যায়, অত্যাচার ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে অনুসন্ধান রিপোর্ট করতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন