Type Here to Get Search Results !

জাতীয়

6/col-left/জাতীয়

টেকনাফ থানার অভিযানে ইয়াবা ও সদ-বিয়ার সহ এক মাদক কারবারিকে গ্রেফতার

 


মুহাম্মদ কিফায়তুল্লাহ,টেকনাফ

কক্সবাজরের টেকনাফ মডেল থানার অভিযানে ইয়াবা ও সদ-বিয়ার সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এসময় মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি পুরাতন সিএনজি জব্দ করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারি, টেকনাফ সাবরাং ইউপির পুরান পাড়া এলাকার সালামত উল্লাহ পুত্র মোঃ শাকের।

টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ ওসমান গনি বলেন,১৪ ডিসেম্বর ভোররাতে গোপন সংবাদে জানতে পারি টেকনাফের সাবরাং ইউনিয়নের মগপাড়ার পশ্চিম পার্শ্বে কাচা রাস্তার উপর দদিয়ে একটি মাদকের চালান পাচার হতে পারে। এমন সংবাদে আমার নেতৃত্বে থানা পুলিশের একটি বিশেষদল মগপাড়ায় অবস্থান করি। পরবর্তীতে একটি সিএনজি আসতে দেখলে থামানোর সংকেট দেওয়া হয়। সংকেট না মেনে দ্রুতগতিতে পালানোর সময় সিএনজি সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। পরে সিএনজিটি তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা, মিয়ানমারের গ্রেন রয়েল মদ ১৩৬ বোতল, আন্দামান বিয়ার ৫৭৬ ক্যান উদ্ধার করা হয়।

তিনি বলেন, অভিযান চলাকালীন ঘটনাস্থল থেকে মাদক কারবারে সক্রিয় সদস্য আরোও ২ জন কৌশলে পালিয়ে যায়। উদ্ধার ইয়াবা ও মদ- বিয়ার সহ গ্রেফতারকৃত মাদক কারবারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে কক্সবাজার আদালতে প্রেরণ করা হবে। পলাতক মাদক কারবারীদের গ্রেফতারের সাঁড়াশি অভিযান অব্যাহত আছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.