টেকনাফ নিউজ,কক্সবাজার নিউজ,সারাদেশ, আন্তর্জাতিক, মাদক টেকনাফ, দৈনিক নাফ নিউজ, উখিয়া, পর্যটন, শিক্ষা, হ্নীলা,

Advertisement

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, মার্চ ১১, ২০২৪

পালিয়ে আসলো আরো ২৯ বিজিপি সদস্য


বান্দরবানের নাইক্ষংছড়ি সীমান্ত দিয়ে আবারো পালিয়ে এসেছে মিয়ানমারের ২৯ সীমান্তরক্ষী বাহিনী বিজিপি। সোমবার দুপুর ১২ টার দিকে সেদেশের অংথাপায়া ক্যাম্প থেকে পালিয়ে তারা আশ্রয় নেয় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি’র কাছে।

বিজিবির সদর দপ্তরের গণসংযোগ কর্কর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম জানান, সোমবার দুপুরের দিকে নাইক্ষংছড়ি সীমান্ত দিয়ে পালিয়ে আশ্রয় চায় বিজিপিে ২৯ সদস্য। পরে সীমান্তে দায়িত্বে থাকা বিজিবির জোয়ানরা উর্ধ্বতন কর্তাদের অনুমতি নিয়ে আশ্রয় প্রার্থীদের নিরাপদে নিয়ে আসে। পরে তাদের বিজিবির হেফাজতে রাখা হয়।
এর আগে ৩৩০ জন মিয়ানমারের সীমান্তরক্ষীসহ কয়েকজন কর্মকর্তা বাংলাদেশে আশ্রয় নিলে পরে তাদের হস্তান্তর করে বিজিবি।

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Your Ad Spot

পৃষ্ঠাসমূহ