টেকনাফ নিউজ,কক্সবাজার নিউজ,সারাদেশ, আন্তর্জাতিক, মাদক টেকনাফ, দৈনিক নাফ নিউজ, উখিয়া, পর্যটন, শিক্ষা, হ্নীলা,

Advertisement

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, এপ্রিল ২৮, ২০২৪

সাবেক এমপি বদির বিরুদ্ধে নুরুল আলম চেয়ারম্যান এর কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

 


ডিএনএন ডেক্স :


আসন্ন টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল আলম কতৃক এমপি বদির বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করে প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন টেকনাফ পৌরসভার কাউন্সিলরবৃন্ধ।

রবিবার ২৮ এপ্রিল বাদ যোহর টেকনাফ পৌরসভার হলরুমে টেকনাফের কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে এ সংবাদ সম্মেল করা হয়।

এতে লিখিত প্রতিবাদ পত্রটি পাঠ করেন প‍্যানেল মেয়র ১ মৌলবী মুজিবুর রহমান কাউন্সিলর।

লিখিত বক্তব্যে জানান,

আসসালুমু আলাইকুম,অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমরা টেকনাফ পৌসভার সকল কাউন্সিলরবৃন্দ সংবাদ সম্মেলন করে আপনাদের উদ্দেশ্যে আমাদের মনে বেদনার কথা জানাতে উপস্থিত হয়েছি।

গত ২৬/০৪/২৪ইং তারিখ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সাবরাং হাইস্কুল মাঠে আয়োজিত ঈদ পূর্নমিলনী সভায় বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব নুরুল আলম যে ভাষায় বক্তব্য রেখেছেন তাতে শুধু মাত্র মাননীয় সাবেক সাংসদ, জননন্দিত জননেতা জনাব আলহাজ আব্দুর রহমান বদি যতটুকু ব্যতিত হয়েছেন তার চেয়ে বেশী ব্যতিত হয়েছে টেকনাফ পৌরসভার জনগণ ও আমরা যারা জনগনের ভোটে নির্বাচিত হয়েছি সেই সকল জনপ্রতিনিধিরা।

গত উপজেলা নির্বাচনে এই টেকনাফ পৌরসভার জনগণ আপনি নুরুল আলম চেয়ারম্যানকে নির্বাচিত করার জন্য কি করেছিল তা আপনার মনে রাখা প্রয়োজন ছিল অথচ আপনি আমাদের সকলের অভিভাবক, টেকনাফ-উখিয়ার মাটি ও মানুষের আপনজন জনাব আলহাজ আবদুর রহমান বদি ভাইকে যে ভাষায় কথা বলেছেন তাতে আগামী উপজেল পরিষয়দ নিবাচনে টেকনাফ পৌর বাসি ভোটের মাধ্যমে আপনাকে জবাব দিবে ইনশাআল্লাহ।

তিনি আরও জানান,অতীতে কখনো টেকনাফ সন্ত্রাসের জনপদ ছিল না কিন্তু আপনি নুরুল আলম চেয়ারম্যান কিছু কিছু এমন কুরচিপূর্ণ ভাষা ব্যবহার করেছেন তাতে মনে হয়েছে শান্ত টেকনাফ কে অশান্ত করার জন্য আপনারা সন্ত্রাসী কর্মকান্ড ঘটিয়ে নিজেদের রাজনৈতিক আধিপত্য বিস্তার করবেন, এমন কি ভবিষ্যতে টেকনাফে খুন খারাপি করতেও আপনারা পিছ পা হবেন না।


পরিশেষে আমরা কাউন্সিল বৃন্দ বলতে চায়, আপনি সাবরাং হাইস্কুল মাঠে আয়োজিত ঈদ পূর্নমিলনী সভায় জনাব আলহাজ আব্দুর রহমান বদি ভাই কে নিয়ে যে কুরচিপূর্ণ ভাষা ব্যবহার করেছেন তা অবিলম্বে প্রত্যাহার করবেন এবং কুরচিপূর্ণ ভাষা ব্যবহার করার জন্য টেকনাফ বাসির কাছে ক্ষমা চাইবেন।


অন্যথায় আগামী ২৯ তারিখ টেকনাফ পৌরবাসি তথা টেকনাফ উপজেলাবাসী ব্যালেটের মাধ্যমে কঠিন জবাব দিবে ইনশাআল্লাহ। 

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Your Ad Spot

পৃষ্ঠাসমূহ