মুহাম্মদ কিফায়তুল্লাহ:
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও গুলিসহ শীর্ষ রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেন বাহিনীর ৫ সদস্যকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)
রোববার (২৮এপ্রিল) রাত দেড়টার দিকে উখিয়া ৪নং ক্যাম্পের ইরানী পাহাড় থেকে তাদের আটক করা হয়। পুলিশের দাবি আটক ৫ জনই রোহিঙ্গা সন্ত্রাসী নবী বাহিনী বাহিনীর সক্রিয় সদস্য।
আটকরা হলেন, মোহাম্মদ জোবায়ের (২২), দিল মোহাম্মদ(২২),মোহাম্মদ খলিল(৩৪),মোহাম্মদ ইদ্রিছ(২৮),মোহাম্মদুল্লাহ(২৫)।
বিষয়টি নিশ্চিত করেন ১৪আর্মড পুলিশ ব্যাটালিয়ন অতিরিক্ত পুলিশ সুপার, ওয়াহিদুর রহমান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে ইরানি পাহাড় ক্যাম্পে অভিযান চালানো হয়। এসময় রোহিঙ্গা সন্ত্রাসী নবী বাহিনীর ৫ সক্রিয় সদস্য আটক করা হয়। অভিযানে ০৫টি পিস্তল, ০২টি ওয়ান শুটারগান, ১৬ রাউন্ড বিভিন্ন ধরনের গুলি ও ০২টি শর্টগানের উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তাদের অপরাধের কথা স্বীকার করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন