কোটি টাকার মাদকসহ ব্যান্ড শিল্পী এনামুল কবির গ্রেফতার হয়েছেন পুলিশের হাতে। রাজধানীর রামপুরা থানাধীন মালিবাগ চৌধুরীপাড়া মাটির মসজিদ এলাকা থেকে এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদকসহ আটক করা হয় তাকে। এসময় এনামুলের এক সহযোগীকেও গ্রেফতার করে পুলিশ।
বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান। তিনি জানান, শুক্রবার (২৬শে এপ্রিল) সন্ধ্যা ৬ টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে রেবেলকে গ্রেফতার করা হয়। অভিযানে তার কাছ থেকে এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকা।
এদিকে পুলিশ জানিয়েছে পপগুরু আজম খানের ব্যান্ডের সদস্য ছিলেন এই এনামুল কবির রেবেল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন