Type Here to Get Search Results !

জাতীয়

6/col-left/জাতীয়

টেকনাফের ৭ মাদক কারবারীকে যাবজ্জীবন দিয়েছে আদালত|ডিএনএন

 


ডিএনএন ডেস্ক :

কক্সবাজারে ৭ জন মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড ও বিশ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো এক বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৩ মে) বিকেলে কক্সবাজার জেলা ও দায়রা জজ মুন্সী আব্দুল মজিদের আদালত এই রায় দেন।

যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামীরা হলেন-টেকনাফ নয়া পাড়ার মোচনী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আব্দুল হামিদ হোসেন, একই এলাকার মোঃ হোসেন জোহার, মোঃ জোবায়ের, লাল মোহাম্মদ, মোঃ ইয়াছিন, টেকনাফ নাইটং পাড়ার বাসিন্দা বশির আহমেদ, হ্নীলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব লেদা পাড়ার বাসিন্দা মো. আলম।

রাষ্ট্র পক্ষের আইনজীবি আ্যডভোকেট সৈয়দ মোহাম্মদ রেজাউর রহমান রেজা এই রায়ে সন্তুষ্ট জানিয়ে বলেন, এই ধরণের রায় মাদক কারবারিদের মাদক ব্যবসায়ে নিরুৎসাহিত করবে এবং আদালতে দ্রুত মামলার জট কমাবে।

২০২২ সালে টেকনাফ থানার সেন্টমার্টিন দ্বীপের পূর্ব পাশে মিয়ানমারের জল সীমার ভেতর থেকে একটি মাছ ধরার ট্রলার বাংলাদেশের সীমানায় প্রবেশ করলে কোস্ট গার্ড সে ট্রলার আটক করে। পরে তল্লাশী করলে ১ লাখ ২ হাজার পিস ইয়াবা সহ আসামীদের আটক করে এবং টেকনাফ থানায় একটি ইয়াবা মামলা দায়ের করা হয়। মামলার দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে এ ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.