Type Here to Get Search Results !

জাতীয়

6/col-left/জাতীয়

যে নাটকের শেষ দৃশ্যে কাঁদছে দর্শক, সঙ্গে নির্মাতাও! ডিএনএন

 


ডিএনএন ডেস্ক: প্রবাসীদের গল্প নিয়ে এ পর্যন্ত বহু নাটকই নির্মিত হয়েছে যা দর্শকমনে ছাপও রেখেছে। এবার রোমান্টিক আর থ্রিলার গল্পের ভিড়ে বাস্তবধর্মী গল্পে নির্মিত ‘বাহাদুরি’ নাটক দর্শকদের আবেগে ভাসাচ্ছে! এটি পরিচালনা করেছেন শেখ নাজমুল হুদা ঈমন।

গল্পে দেখা যায়, সাত বছর পর বিদেশ থেকে দেশে আসেন নিলয় আলমগীর কিন্তু তার মেয়ে তাকে চেনে না, বাবা বলে ডাকে না। বিদেশ থেকে প্রতি বছর লাখ লাখ টাকা পাঠালেও দেশে এসে ব্যবসা করার জন্য পরিবারের কাছ থেকে কোন সাহায্য পান না। অথচ স্ত্রী, শালী, শ্বাশুড়ি, ভাই, বাবার ছেলের কাছে নানা আবদার। কারও ব্যবসা করতে টাকা লাগবে কারও ঘরের উঠান পাকা করতে হবে আবার কারও ঘরের বাইরে টাইলস করতে হবে! যখন নিলয় সবকিছু বুঝতে পারলো তখন তার দেশে থাকার ইচ্ছেটাই মরে গেল এবং পরিকল্পনা করলো আবার বাহিরে চলে যাবে। 

ইউটিউবে মুক্তির পর দারুণ সাড়া পাচ্ছে নাটকটি, বিশেষ করে প্রবাসীদের। এই প্রতিবেদন লিখা পর্যন্ত নাটকটি দেখেছে ২৫ লাখেরও বেশি দর্শক এবং মন্তব্য পড়েছে প্রায় আড়াই হাজার। সব ইতিবাচক মন্তব্য এবং শেষ দৃশ্যে এসে আবেগাপ্লুত হচ্ছেন দর্শক। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.