৩৫ বোতল বিদেশী মদসহ ২জন গ্রেফতার।


 জেলার টেকনাফ থানাধীন সাবরাং এলাকায় অভিযান পরিচালনা করে ৩৫ বোতল বিদেশী মদসহ র‌্যাব-১৫ কর্তৃক দুইজন গ্রেফতার।

র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল অদ্য ১৬/০১/২০২৩ খ্রিঃ তারিখ অনুঃ ১৩.৫০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়ন জনৈক জাহেদ ইলেকট্রনিক্স এর দোকানের সামনে পাকা রাস্তার নিকট এক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করে। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদ্বয়ের দেহ ও আশপাশ এলাকায় তল্লাশী করে ১নং ধৃত ব্যক্তির নিকট হতে ২০ বোতল বিদেশী মদ এবং ০২নং ধৃত ব্যক্তির নিকট হতে ১৫ বোতল বিদেশী মদসহ সর্বমোট ৩৫ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তিদ্বয়ের পরিচয় ১। মোঃ আরফাত (১৭), পিতা- কবির আহমদ, আইনের সাথে সংঘাতে জড়িত শিশু, ২। মোঃ আলম (১৬), পিতা-মুকতেল হোসেন, উভয় সাং- নোয়াপাড়া, ওয়ার্ড নং- ০৬, ইউ.পি- সাবরাং, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার জানা যায়। জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, ধৃত ব্যক্তিদ্বয় পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে বিদেশী মদ অবৈধ ভাবে সংগ্রহ করে অন্যত্র বিক্রয় করে আসছে। অদ্য উপরোল্লিখিত বিদেশী মদসহ র‌্যাব-১৫ এর আভিযানিক দলের কাছে ধৃত হয়। 

উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ ধৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে ।  

মন্তব্যসমূহ