মুহাম্মদ কিফায়তুল্লাহ,টেকনাফ : দীর্ঘ ৭ বছর প্রতিক্ষার পর টেকনাফ পৌর যুবলীগের ত্রি বার্ষিকী সম্মেলনে সরাসরি কাউন্সিলরদের ভোটে রেজাউল করিম ধইল্যা সভাপতি ও মোঃ আব্দুল্লাহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গত রোববার (৫ ফেব্রুয়ারী) বিকেলে পৌর শহরের হোটেল সী-কোরাল প্রাঙ্গনে সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্টিত হয়। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, প্রধান অথিতি ছিলেন জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর ও প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল, বিশেষ অথিতি ছিলেন টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ। এছাড়াও জেলা ও উপজেলা নেতৃবৃন্দসহ পৌর যুবলীগের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
প্রথম অধিবেশন শেষে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে রাত ৮টার পর কাউন্সিলরদের উপস্থিতিতে জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর ও সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেলের নেতৃত্বে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয়। সেখানে সরাসরি কাউন্সিলরদের ভোটে সভাপতি- সাধারণ সম্পাদক নির্বাচনের সিদ্ধান্ত হয়।
মোট ১৩১জন কাউন্সিলরের মধ্যে ভোট সংগ্রহ হয়েছে ১২৮ টি। তৎমধ্যে সভাপতি প্রার্থী রেজাউল করিম ধইল্যা পেয়েছেন ৬৪ ভোট ও তোয়াক্কুল হোসেন পেয়েছেন ৬৪ ভোট। পরে সর্ব সম্মতিক্রমে লটারী দেয়ার সিদ্ধান্ত হয়। লটারীতে প্রথম ও তৃতীত বার রেজাউল করিম ধইল্যার নাম উঠলে তাকে সভাপতি ঘোষনা করা হয়। অপরদিকে, ১১৬ ভোট পেয়ে সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ আবদুল্লাহ। অপর দুই প্রার্থী পেয়েছেন মাত্র ১২ ভোট।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন