টেকনাফ নিউজ,কক্সবাজার নিউজ,সারাদেশ, আন্তর্জাতিক, মাদক টেকনাফ, দৈনিক নাফ নিউজ, উখিয়া, পর্যটন, শিক্ষা, হ্নীলা,

Advertisement

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ফেব্রুয়ারী ০৬, ২০২৩

রোমাঞ্চকর এক সমুদ্র ভ্রমনের নাবিক যখন আব্দুর রহমান বদি! যাত্রী একঝাঁক সাংবাদিক



নাছির উদ্দীন রাজ/টেকনাফ :


দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন হতে এক ঝাঁক সাংবাদিক নিয়ে বঙ্গবসাগরে রোমাঞ্চকর এক সমুদ্র ভ্রমনে পাড়ি দিলেন উখিয়া- টেকনাফের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি। যার নাবিক ছিলেন তিনি নিজেই।


রবিবার (৫ ফেরুয়ারি) সকালে সেন্টমার্টিন জেটি ঘাট হতে ওই ভ্রমনে রওয়ানা দেন আব্দুর রহমান বদি।


উক্ত ভ্রমনের যাত্রী ছিলেন কক্সবাজার জেলার প্রবীণ সাংবাদিক দৈনিক কালের কন্ঠের বিশেষ প্রতিনিধি তোফায়েল আহমেদ, এন টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি ইকরাম চৌধুরী টিপু, দৈনিক ইনানীর ব্যবস্থাপনা সম্পাদক আব্দুল করিম, নিউজ 24 টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি মোঃ আইয়ুব, দৈনিক পূর্বের আলোর প্রতিনিধি মোঃ আলমগীর, বিশিষ্ট সমাজ সেবক আবুল কালাম, এশিয়ান টিভি ও দৈনিক যুগান্তর টেকনাফ প্রতিনিধি নাছির উদ্দীন রাজ, দৈনিক যায়যায়দিনের টেকনাফ প্রতিনিধি মো. আরাফাত সানি, দেশটিভির প্রতিনিধি আবছার কবির আকাশ, নিউজ 24 টিভির ক্যামেরা পারসন মোঃ ইউনুস।


বিশিষ্ট ব্যবসায়ী সাংবাদিক আব্দুল করিম জানান, আব্দুর রহমান বদি এমন একজন মানুষ যাহার সব দিকে পূর্ণ অভিজ্ঞতা রয়েছে। যার প্রমাণ আজ তিনি নিজেই স্পিডবোট চালিয়ে সেন্টমার্টিন থেকে সমুদ্র পাড়ি দিয়ে আমাদের সকলকে টেকনাফের এনেছেন। আসলে জননেতাদের এরকম সব বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন হওয়া উচিত বলে মনে করি।


উল্লেখ্য সেন্টমার্টিনে অনুষ্ঠিত গত শনিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকের নিউজ সংগ্রহ করতে দ্বীপে ছুটে যান এক ঝাঁক সাংবাদিকেরা। পরের দিন সকালে একঝাঁক সাংবাদিক নিয়ে বঙ্গবসাগরের নীল জ্বলরাশি পাড়ি দেন সাবেক এ সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি।

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Your Ad Spot

পৃষ্ঠাসমূহ