টেকনাফ প্রতিনিধি:-
কক্সবাজার এর টেকনাফ থানাধীন সাবরাং এলাকায় বিদেশী মদ ও বিয়ার ক্যানসহ র্যাব-১৫ কর্তৃক একজন গ্রেফতার
র্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল অদ্য ০৪/০২/২০২৩ তারিখ ১১.০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন সাবরাং নোয়াপাড়া ০৬ নং ওয়ার্ড এর অন্তর্গত ধৃত আসামীর বসতঘরের নিকট এক অভিযান পরিচালনা করে। আভিযানিক দল বর্ণিত স্থানে পৌঁছালে আভিযানিক দল দেখে মহিলা দ্রুত একটি ঘরে লোকানোর চেষ্টা করে। তখন উক্ত মহিলাকে ঘরে আটক করা হলে স্বীকার করে যে বসতঘরটি তার এবং মহিলার দেখানো ও নিজ হাতে বের করে দেওয়া মতে অভিযানিক দল উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক তল্লাশী করে সর্বমোট ৩০(ত্রিশ) টি বিদেশী মদের বোতল এবং ২২৪(দুইশত চব্বিশ) টি বিয়ার ক্যান উদ্ধার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত মহিলার বিস্তারিত পরিচয় নূর নাহার বেগম (৪৫), স্বামী- আব্দুস সালাম, পিতা- জহির আহমদ, মাতা- মৃত ফরিদা খাতুন, সাং- সাবরাং নোয়াপাড়া, ০৬ নং ওয়ার্ড, ইউপি- সাবরাং, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার জানা যায়। জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ মদ ও বিয়ার ইত্যাদি মাদকদ্রব্য নিজ ঘরে রেখে বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করত বলে স্বীকার করে। অদ্য উপরোল্লিখিত বিদেশী বিয়ার ক্যানসহ র্যাবের আভিযানিক দলের কাছে ধৃত হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ ধৃত মহিলার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানা লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন