Type Here to Get Search Results !

জাতীয়

6/col-left/জাতীয়

আরসা এর সদস্য ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার




কক্সবাজার প্রতিনিধি:- র‌্যাব-১৫ কর্তৃক কক্সবাজার রামু থানাধীন ব্যাটালিয়ন সদরের সামনে হতে আরসা(ARSA)-এর সদস্য ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার



গত ৩১/০১/২০২৩ খ্রিঃ তারিখ অনুঃ ১৩.৫০ ঘটিকায় র‌্যাব-১৫, কক্সবাজার ব্যাটালিয়ন সদর এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে কক্সবাজার জেলার রামু থানা এলাকায় ব্যাটালিয়ান সদরের সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি আভিযান পরিচালনা করে। তল্লাশীকালে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ শফিক @ হাফেজ শফিক(৩০), পিতা- দিল মোহাম্মদ, সাং- উনসিপ্রাং, (২২ নং রোহিঙ্গা ক্যাম্প, ব্লক- সি/০৪, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজারকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য যে, তার বিরুদ্ধে কক্সবাজার টেকনাফ থানার মামলা নং- ৮০ তারিখ ২৩/১১/২০২১ খ্রিঃ, জিআর নং-১০৩৯/২১, ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(ভ) ধারায় মামলা রহিয়াছে। এছাড়াও বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘আরসা’র সন্ত্রাসী সদস্য ইসমাইল@ ইসলাম(২৬), পিতা-রশিদ আহাম্মদ, মাতা- রশিদা খাতুন, সাং- ক্যাম্প-২২, ব্লক-ডি/০৪, উনচিপ্রাং, থানা- উখিয়া, জেলা- কক্সবাজার গ্রেফতার করা হয়। উল্লেখ্য যে, সে আরসা সন্ত্রাসী বাহিনীর সাথে ২০১৭ সাল থেকে সম্পৃক্ত ও ২০১৭ সাল থেকে এ যাবৎকালীন অধিকাংশ ঘটনার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত মর্মে প্রাথমিকভাবে স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামীদ্বয়কে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।   

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.