Type Here to Get Search Results !

জাতীয়

6/col-left/জাতীয়

টেকনাফে মাদক নিয়ন্ত্রণে ব্যতিক্রমী ! খেলা শেষে মাদকের বিরুদ্ধে শপথ


নিজস্ব প্রতিনিধি:টেকনাফে মাদক নিয়ন্ত্রণে ব্যতিক্রমী উদ্যোগ হাতে নিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ।
মাদক প্রতিরোধ কার্যক্রমে অভিযানের পাশাপাশি স্কুল, কলেজ, ক্রীড়াঙ্গন, জনসমাগম স্থল ও মাদ্রাসায় নিয়মিত মাদকবিরোধী প্রচার-প্রচারণা, আলোচনা ও মতবিনিময় করে যাচ্ছে টেকনাফ বিশেষ জোন।

তারই ধারাবাহিকতায় বিভিন্ন এলাকায় কিশোর, যুবা, নারী পুরুষ নির্বিশেষে সকলের মধ্যে মাদকের কুফল অবহিত করে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে।

সম্প্রতি টেকনাফ লেঙ্গুরবিল এলাকায় খেলোয়ারদের মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক শপথ পাঠ করানো হয়। ব্যতিক্রমী এই উদ্যোগ এলাকার তরুণ কিশোদের মাঝে বেশ সাড়া জাগিয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী জানান, দেহের ক্ষতি, অর্থনৈতিক ক্ষতি, সামাজিক ক্ষতি ইত্যাদি সর্ববৃহৎ প্রকারের চাহিদা ও ক্ষতি রোধে এই সকল গণ সচেতনতা মূলক অনুষ্ঠানের কোন বিকল্প নেই।

এছাড়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় মাদক সেবী এবং মাদক পাচারকারীদের ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমেও দন্ড প্রদান এবং নানা প্রকার জনসচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তিনি আরো জানান, সর্বপ্রকার মাদক অপরাধ দমনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.