টেকনাফ নিউজ,কক্সবাজার নিউজ,সারাদেশ, আন্তর্জাতিক, মাদক টেকনাফ, দৈনিক নাফ নিউজ, উখিয়া, পর্যটন, শিক্ষা, হ্নীলা,

Advertisement

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, মার্চ ২৫, ২০২৩

আশ্রম থেকে নারী পাচার করছেন শ্রাবন্তী!Dainik Naf News


নিউজ ডেক্স: টালিউড নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি তার কর্মকাণ্ডের জন্য প্রায় খবরের শিরোনাম হয়ে থাকেন। ব্যক্তিজীবন, আবার কখনো ক্যারিয়ার নিয়ে। তবে বর্তমানে কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি।

বৃহস্পতিবার নতুন সিনেমা ‘সাদা রঙের পৃথিবী’ সিনেমার শুটিং করেছেন শ্রাবন্তী। এ সিনেমায় প্রথমবারের মতো দ্বৈত চরিত্রে দেখা যাবে তাকে। নির্মাতা রাজর্ষি দের এ সিনেমার জন্য গত ২২ মার্চই বেনারসে পৌঁছেছে সিনেমার পুরো টিম। বিশ্বনাথের মন্দিরে পূজা দিয়ে পর দিনই শুটিং শুরু হয়।

জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমার গল্প বেনারসে অবস্থিত এক বিধবাদের আশ্রমকে নিয়ে। আশ্রম থেকে নারী পাচার হচ্ছে এবং সেই কাজ করছেন ভবানী। আর এই ভবানী চরিত্রে দেখা যাবে শ্রাবন্তীকে।

চরিত্রটির মাধ্যমে নেতিবাচকভাবে পর্দায় ধরা দিচ্ছেন এ নায়িকা। তবে ভবানীর পাশাপাশি শিবানীর চরিত্রেও অভিনয় করছেন তিনি। এ চরিত্রের মূল লক্ষ্য খারাপ চক্রের বিনাশ।

এদিকে এ সিনেমার মাধ্যমে টালিউডে অভিষেক করছেন তৃণমূলের কাউন্সিলর অনন্য ব্যানার্জি। এতে কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অরিন্দম শীল, দেবলীনা কুমার, সৌরসেনী মৈত্র, ঋতব্রত মুখার্জি প্রমুখ।

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Your Ad Spot

পৃষ্ঠাসমূহ