মুহাম্মদ কিফায়তুল্লাহ/টেকনাফ প্রতিনিধি:টেকনাফে কোস্ট গার্ড সদস্যরা অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ও ১১৯ ক্যান বিয়ার জব্দ করেছে। কোস্ট গার্ড সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোন অধিনস্থ। বিসিজি স্টেশন টেকনাফ নাফ নদী সংলগ্ন সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া প্যারাবন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া প্যারাবনের মধ্যে দুই জন ব্যক্তির আনাগোনা লক্ষ্য করা যায়। ব্যক্তিদ্বয়ের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা থামার সংকেত দেয়। সন্দেহজনক ব্যক্তিরা কোস্টগার্ড এর উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালিয়ে যায়। পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা প্যারাবনে তল্লাশি চালিয়ে ঝোঁপের মধ্যে লুকানো অবস্থায় সাদা রঙের একটি বস্তা হতে ১০ হাজার পিস ইয়াবা এবং ১১৯ ক্যান বিয়ার জব্দ করে। ধারণা করা হচ্ছে পাচারের উদ্দেশ্যে উক্ত ইয়াবা ও বিয়ার ক্যান সমূহ লুকিয়ে রাখা হয়েছিল।
এ ব্যাপারে কোস্ট গার্ডের পূর্ব জোন মিডিয়া কর্মকর্তা লে: বিএন এস এম তাহসিন রহমান জানান, জব্দকৃত ইয়াবা এবং বিয়ার ক্যান পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন