উপকূলীয় প্রতিনিধি::টেকনাফ সী বিচ পয়েন্ট থেকে দশ হাজার পিস ইয়াবা সহ এক মাদক কারবারিকে আটক করেছে ডিএনসি কক্সবাজার।
আজ মঙ্গলবার বিকাল ৩ ঘটিকার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, হেলাল উদ্দিন নামের এক মাদক কারবারি বিক্রয়ের উদ্দেশ্যে মাদকদ্রব্য ( ইয়াবা) নিয়ে যাচ্ছিল।
মাদক বহনকারী শপিং ব্যাগের ভিতর নীল রঙের ৫০ টি ইয়াবা ভর্তি প্যাকেট প্রতি প্যাকেটে ২০০ পিস করে ইয়াবা ছিল মোট ১০ হাজার পিস ইয়াবা তার কাছ থেকে উদ্ধার করা হয়।
জানা যায়, হেলাল উদ্দিন (২৮) টেকনাফ সদর থানার ৭ নম্বর ওয়ার্ডের নরুল ইসলামের ছেলে।
ডিএনসি ইন্সপেক্টর কক্সবাজার কামরুজ্জামান জানান, উক্ত মাদক কারবারি বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদ এর ভিত্তিতে আমরা তাকে আটক করতে সক্ষম হয় ।
তিনি আরো জানান, মাদকদ্রব্যে নিয়ন্ত্রণের আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় মাদকদ্রব্য ও আসামিকে হস্তান্তর করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন