টেকনাফ নিউজ,কক্সবাজার নিউজ,সারাদেশ, আন্তর্জাতিক, মাদক টেকনাফ, দৈনিক নাফ নিউজ, উখিয়া, পর্যটন, শিক্ষা, হ্নীলা,

Advertisement

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, মার্চ ১৪, ২০২৩

টেকনাফে বিদেশী মদ ও বিয়ারসহ আটক করেছে কোস্ট গার্ড! দৈনিক নাফ নিউজ


মুহাম্মদ কিফায়তুল্লাহ/ টেকনাফ প্রতিনিধি। 


টেকনাফের শাহপরীর দ্বীপে কোস্টগার্ড জওয়ানেরা বিদেশী মদ ও বিপূল পরিমাণ বিয়ারসহ এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে।

সুত্র জানায়,১৪মার্চ ভোররাত সাড়ে ৩টারদিকে বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোনের বিসিজি আউটপোস্ট শাহপরীর দ্বীপে দায়িত্বরত জওয়ানেরা গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং সংলগ্ন নাফ নদীতে বিশেষ অভিযান চালিয়ে বাজারপাড়া নাফনদী সংলগ্ন রাস্তা দিয়ে কয়েকজন মানুষকে কাঁধে করে বস্তা নিয়ে আসতে দেখে গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা তাদের থামার সংকেত দেয়।

 এতে তারা বস্তাগুলো ফেলে দিয়ে পালানোর চেষ্টা করলে কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করে খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি থানার ময়ুরখিল গুচ্ছগ্রামের মুজিবুর রহমান (২৫)কে আটক করতে সক্ষম হয়। ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশী চালিয়ে ৩৩বোতল বিদেশী মদ ও ৫শ ৬৪ক্যান বিয়ার জব্দ করা হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন খন্দকার মুনিফ তকি জানান,পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত বিদেশী মদ,বিয়ার ও আটককৃত ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 


কোন মন্তব্য নেই:

Post Top Ad

Your Ad Spot

পৃষ্ঠাসমূহ