Type Here to Get Search Results !

জাতীয়

6/col-left/জাতীয়

টেকনাফে আইস ও ইয়াবা বোঝাই নৌকাসহ ৩জন মিয়ানমার নাগরিক আটক! দৈনিক নাফ নিউজ


মুহাম্মদ কিফায়তুল্লাহ/টেকনাফ প্রতিনিধি 

টেকনাফে বিজিবি জওয়ানেরা নাফনদীর জালিয়ার দ্বীপে অভিযান চালিয়ে আইস ও ইয়াবা বোঝাই কাঠের নৌকাসহ ৩জন মিয়ানমার নাগরিককে গ্রেফতার করেছে।


সুত্র জানায়, ১৪মার্চ রাতের প্রথম প্রহরের দিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া বিওপির জওয়ানেরা মিয়ানমার হতে মাদকের চালান আসার সংবাদ পেয়ে পৃথক ২টি বিশেষ টহল দল নাফনদীর জালিয়ার দ্বীপে কৌশলী অবস্থান নেয়। কিছুক্ষণ পর ২টি কাঠের নৌকায় করে ৮/১০জন মানুষ শূণ্য লাইন অতিক্রম করে দ্বীপে পৌঁছলে পূর্ব থেকে ওৎঁপেতে থাকা টহল দল তাদের দাড়ানোর জন্য চ্যালেঞ্জ করে। তখন বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা মিয়ানমারের লালদ্বীপের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি জওয়ানেরা ধাওয়া করে কাঠের নৌকাসহ উখিয়া উপজেলার কুতুপালং ৩নং এফডিএমএন ক্যাম্পের ব্লক-ডি/২৩ এর বাসিন্দা মোহাম্মদ হোসাইনের পুত্র মোঃ সাকের (২২), বালুখালী ১২নং এফডিএমএন ক্যাম্পের ব্লক-জি/৬ এর বাসিন্দা আবু সিদ্দিকের পুত্র মোঃ জাবের (১৯) এবং মিয়ানমারের মন্ডু জেলা সদরের হাছনের পুত্র মোহাম্মদ ইউনুস (২৩) কে গ্রেফতার করে। পরে তাদের জিজ্ঞাসাবাদে নৌকার পাটাতনের নিচে প্লাস্টিকের ব্যাগ হতে ১কেজি ২শ ৯৪গ্রাম আইস ও ১০হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।


টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার (বিজিবিএম) জানান, আটক আসামীদের বিরুদ্ধে আইস, ইয়াবা এবং কাঠের নৌকাসহ মাদক বহন ও পাচারের দায়ে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.