টেকনাফ নিউজ,কক্সবাজার নিউজ,সারাদেশ, আন্তর্জাতিক, মাদক টেকনাফ, দৈনিক নাফ নিউজ, উখিয়া, পর্যটন, শিক্ষা, হ্নীলা,

Advertisement

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, মার্চ ২৫, ২০২৩

কুতুপালং বাজার ১লাখ ইয়াবাসহ আটক-১

ইয়াবা
বিশেষ প্রতিনিধি  : উখিয়া কুতুপালং বাজারে র‌্যাব-১৫ এর অভিযানে ১লাখ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারী গ্রেফতার এবং দুইজনকে পলাতক আসামী করা হয়েছে।

সুত্র জানায়, গত ২৪মার্চ বিকাল সাড়ে ৪টারদিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর (সিপিসি-২) হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার কুতুপালং বাজারের উত্তরে মেসার্স চৌধুরী ফিলিং ষ্টেশনের সামনে কক্সবাজার-টেকনাফগামী পশ্চিম পার্শ্বস্থ পাকা রাস্তার নিকট অভিযান চালিয়ে ক্যাম্প নং-১/ডব্লিউ, ব্লক-ই/৭,এফসিএন নং-১৬০৭৭৩ এর বাসিন্দা (এফডিএমএন) নুর সালামের পুত্র আলী জোহার (৩৪) কে আটক করে। এ সময় আরো ২জন মাদক কারবারী পালিয়ে যেতে সক্ষম হয়। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত ব্যক্তির দেহ তল্লাশী করে ১লাখ পিস ইয়াবা পাওয়া যায়।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোঃ শামসুল আলম খান জানান, ধৃতব্যক্তি ও পলাতক মাদক কারবারীদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Your Ad Spot

পৃষ্ঠাসমূহ