ইয়াবা |
বিশেষ প্রতিনিধি : উখিয়া কুতুপালং বাজারে র্যাব-১৫ এর অভিযানে ১লাখ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারী গ্রেফতার এবং দুইজনকে পলাতক আসামী করা হয়েছে।
সুত্র জানায়, গত ২৪মার্চ বিকাল সাড়ে ৪টারদিকে কক্সবাজার র্যাব-১৫ এর (সিপিসি-২) হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার কুতুপালং বাজারের উত্তরে মেসার্স চৌধুরী ফিলিং ষ্টেশনের সামনে কক্সবাজার-টেকনাফগামী পশ্চিম পার্শ্বস্থ পাকা রাস্তার নিকট অভিযান চালিয়ে ক্যাম্প নং-১/ডব্লিউ, ব্লক-ই/৭,এফসিএন নং-১৬০৭৭৩ এর বাসিন্দা (এফডিএমএন) নুর সালামের পুত্র আলী জোহার (৩৪) কে আটক করে। এ সময় আরো ২জন মাদক কারবারী পালিয়ে যেতে সক্ষম হয়। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত ব্যক্তির দেহ তল্লাশী করে ১লাখ পিস ইয়াবা পাওয়া যায়।
কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোঃ শামসুল আলম খান জানান, ধৃতব্যক্তি ও পলাতক মাদক কারবারীদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন