Type Here to Get Search Results !

জাতীয়

6/col-left/জাতীয়

টেকনাফ প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক টিপুর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানব বন্ধন ও প্রতিবাদ সভা সম্পন্ন

 

মুহাম্মদ কিফায়তুল্লাহ/ টেকনাফ প্রতিনিধি: টেকনাফ প্রেস ক্লাবের নির্বাহী সদস্য, জসিম উদ্দিন টিপুর বিরুদ্ধে করা মামলার প্রতিবাদে এবং এ মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। টেকনাফ প্রেস ক্লাব ও কর্মরত সাংবদিকদের উদ্যোগে শনিবার (৪মার্চ) বিকাল সাড়ে ৪ঘটিকার সময় প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব ছৈয়দ হোছাইন এর সভাপতিত্বে, সাবেক সভাপতি জাবেদ ইকবাল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভা ও মানব বন্ধনে বক্তব্য রাখেন সাবেক সহ-সভাপতি আশেক উল্লাহ্ ফারুকী(বসুন্ধরা), মো: তাহের নাইম(কক্সবাজার-৭১), সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, টেকনাফ সাংবাদিক ফোরামের সভাপতি আমান উল্লাহ্ কবির (দৈনিক মানব জমিন), ক্রাইম রিপোটার্স সোসাইটির সভাপতি গিয়াস উদ্দিন ভুলূ( আজকের কক্সবাজার),বিএমএসএফের সাধারণ সম্পাদক, সাংবাদিক আরাফাত সানি(যায়যায়দিন)। উপস্থিত ছিলেন, টেকনাফ প্রেস ক্লাবের সাবেক যুগ্মসম্পাদক নুরুল হক (দৈনিক সৈকত), সাংগঠনিক সম্পাদক হুমায়ুন রশিদ (দৈনিক হিমছড়ি), কাউন্সিলন আবদুল্লাহ্ মনির(চট্রগ্রাম মঞ্চ), অর্থ সম্পাদক আবদুর রহমান (সমকাল), দফতর সম্পাদক কায়সার পারভেজ চৌধুরী (দৈনিক চকোরী), টেকনাফ সাংবাদিক ফোরামের কার্যকরী সভাপতি মুহাম্মদ জুবাইর(গণসংযোগ), সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম(রুপসী গ্রাম), নুর হাকিম আনোয়ার(আমার সংবাদ), ক্রাইম রিপোটার্স সোসাইটির সাধারণ সম্পাদক জিয়াবুল হক (সুপ্রভাত বাংলাদেশের ), সাংগঠনিক সম্পাদক শহিদ উল্লাহ্ (আনন্দ টিভি), মাহফুজুর রহমান, জকরিয়া অলফাজ (কালেরকন্ঠ), সাদ্দাম হোছাইন (আজকের কক্সবাজার) ফরিদুল আলম (দ্য ডেইলি নিউজ মেইল, ঢাকা প্রতিদিন), মো: শাহিন(সি প্লাস),সামী জাবেদ(দৈনিক ঢাকা), শেখ রাসেল (সময়ের আলো), আখতার হোসেন হিরু(আমার সময়), সাইফ উদ্দিন আল মোবারক (ঢাকা টাইমস), জামাল উদ্দন মেম্বার(ইনানী), মিজানুর রহমান(অধিকার), সদস্য ওবাইদুর রহমান নয়ন (কাল বেলা), জাহেদ হোসেন(কক্সবাজার বার্তা),ইব্রাহীম মাহমূদ (দৈনন্দিন), সাইফুল ইসলাম(বুলেটিন), মোস্তাক আহমদ(পত্রিকা একাত্তর), শাহ্ আলম বিপ্লব(আমাদের কক্সবাজার), মো: কেফায়ত উল্লাহ্(সমাচার), আবদুল্লাহ্ সম্্রাট(নব চেতনা), প্রমুখ। মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন টিপু একজন সাহসী সাংবাদিক। তার বিরুদ্ধে মাদক ও মানব পাচারকারীদের ইন্ধনে মামলা হয়েছে।  যে ঘটনায় তাকে এজাহার নামীয় আসামী করা হয়েছে, অথচ সে তখন রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত ছিলেন। সর্বদা মানব ও মাদক পাচারসহ সকল অপরাধীদের বিরুদ্ধে তার লিখনী ছিলো চোখে পড়ার মতো। এ কারণে অপরাধীরা তাঁর নামে ষড়যন্ত্র মুলক মিথ্যা মামলা দেওয়া হয়েছে। অবিলম্বে ওই মামলা প্রত্যাহার করতে হবে, না হলে কঠোর আন্দোলনের কর্মসূচির দেওয়া হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.