টেকনাফ নিউজ,কক্সবাজার নিউজ,সারাদেশ, আন্তর্জাতিক, মাদক টেকনাফ, দৈনিক নাফ নিউজ, উখিয়া, পর্যটন, শিক্ষা, হ্নীলা,

Advertisement

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, মে ১৮, ২০২৩

জেলার পল্লী-বিদুৎ সমিতি বোর্ডের মাসিক সভা সম্পন্ন

 


👨‍💼দৈনিক নাফ নিউজ ডেক্স:

আজ১৮ মে বৃহস্পতিবার কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির  মিলনায়তনে সকাল ১০ টায় মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।


কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌঃ দিলীপ চন্দ্র চৌধুরী'র সভাপতিত্বে সমিতির সচিব মোঃ আমজাদ হোসেন ছোটনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক ও সভাপতি আলহাজ্ব মোহাম্মদ হায়দার আলী।


সভাতে অংশগ্রহণ করেন,কক্সবাজার পল্লি-বিদ্যুৎ সমিতির সহ-সভাপতি ছিদ্দিকা খানম মরুয়া,কোষাধ্যক্ষ ঞোমা,এলাকা পরিচালক রাফাআত মোহাম্মদ,এলাকা পরিচালক হাজী সুরত আলম,মহিলা পরিচালক হাসিনা মোর্শেদ, এলাকা পরিচালক মোঃ সিদ্দিক নুরী,এলাকা পরিচালক জহির আহমদ, মোহাম্মদ মহিউদ্দীন।


উপস্থিত ছিলেন,সকল উপজেলার ডিজিএম কর্মকর্তা।


ঘূর্ণিঝড় মোখার কারনে ক্ষতিগ্রস্ত খুঁটি ভাঙ্গা ও বর্ষা মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতে গুরত্বপূর্ণ

এ সভাতে সিদ্ধান্ত গৃহীত হয়।

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Your Ad Spot

পৃষ্ঠাসমূহ