👨💼/টেকনাফ প্রতিনিধি
নিহত শিশু টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইবনে আব্বাস (রঃ) আল ইসলামিয়া হেফজ খানা ও এতিমখানা শাখার আওতাধীন নূরানী মাদ্রাসার শিশু শ্রেণির ছাত্র এবং উত্তর লেদার রহমত উল্লাহর পুত্র সাকিবুল ইসলাম।
রবিবার (২৮ মে) সকাল সাড়ে ১০ দিকে মসজিদের পুকুরে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
নিহতের নানা মকবুল হোসেন জানান, আমার নাতি প্রতিদিনের মত নূরানী মাদ্রাসা পড়তে গিয়েছিল। সকাল সাড়ে ১০ টার দিকে মাদ্রাসা থেকে কয়েক ছাত্র এসে জানালো আমার নাতি মাদ্রাসা পুকুরে পড়ে গেছে। দ্রুত এসে পুকুর থেকে উদ্ধার করে নিকটবর্তী এনজিও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান- বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিকে জানিয়ে দাফনের ব্যবস্থা করা হচ্ছে।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, নিহত শিশুর পিতা রহমত উল্লাহ মালয়েশিয়া প্রবাসে থাকেন।
হ্নীলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান, নূরানী মাদ্রাসার শিশু শ্রেণির ছাত্র পুকুরে ডুবে মৃত্যু খবর শুনেছি।
টেকনাফ মডেল থানার ডিউটি অফিসার এসআই শাহাদত জানান, পুকুরে ডুবে শিশুর মৃত্যুর খবর এখনো পায়নি এবং এই ব্যাপারে অভিযোগ নিয়েও আসেনি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন