টেকনাফ প্রতিনিধি:
মাহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে টেকনাফে বিএনপি, যুবদল, ছাত্রদলের উদ্যোগে খতমে কোরআন, দোয়া মাহফিল, এতিম দোস্তদের মাঝে খাবার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০মে) টেকনাফ বায়তুশ শরফ দাখিল মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে উক্ত সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সুলতান আহমদ বিএ,উপজেলা বিএনপির সহসভাপতি হাজ্বী জলাল আহমেদ মেম্বার, উপজেলা বিএনপির সহসভাপতি আবদুল কইয়ুম সওদাগর,টেকনাফ পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আনোয়ার কামাল আনু,উপজেলা বিএনপির সহসভাপতি মোঃ আলম মেম্বার, টেকনাফ সদর ইউনিয়ন বিএনপির সাঃ সম্পাদক নুর কামাল,টেকনাফ উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুর নবী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সিদ্দিক আহমেদ মেম্বার, উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক এচ এম ফারুক শরিফ,
এ সময় উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মুহাম্মদ সেলিম,টেকনাফ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ শফি, কক্সবাজার জেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য নুরুল ইসলাম ইসু,উখিয়া টেকনাফের মৎস্যজীবী দলের সমন্বয়ক মোঃ তৈয়ব,টেকনাফ উপজেলা তাতীদলের আহ্বায়ক আবদুল আমিন,টেকনাফ পৌর কৃষক দলের আহ্বায়ক আবুল হাসিম,টেকনাফ সদর ইউনিয়ন কৃষকদলের ফরিদ আলম সহ টেকনাফ উপজেলা ও পৌর শাখার বিএনপি,যুবদল ছাত্রদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন