কক্সবাজার টেকনাফে শহিদ উল্লাহ ও ছিদ্দিক আহমদ নামে এক ইউপি সদস্যের বিরুদ্ধে নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
মঙ্গলবার (০৬ জুনে) বিকালে সাবরাং আলীর ডেইল এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় অভিযুক্ত শহিদুল ইসলাম ও ছিদ্দিক আহমদ গং এর বিরুদ্ধে প্রধান মন্ত্রীর নিকট দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। অভিযুক্ত শহিদুল ইসলাম সাবরাং ইউনিয়নের ২ নং ওয়ার্ড আলীর ডেইলের বাসিন্দা ও অভিযুক্ত ২ নং আসামি স্থানীয় ২নং ওয়ার্ডর ইউপি সদস্য ছিদ্দিক আহমদ।
এছাড়া, এ ঘটনায় বৃহস্পতিবার (০১জুন) ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে অভিযুক্ত শহিদুল ইসলাম সহ ইউপি সদস্যের বিরুদ্ধে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল (৩) আদালতে একটি মামলা দায়ের করেছেন।
মামলা ও ভুক্তভোগী ওই নারী অভিযোগ থেকে জানা যায়, গত সোমবার (২৯ মে) রাত আনুমানিক ৩টার দিকে নিজের বাড়িতে অতর্কিত ভাবে ঘরে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় একা পেয়ে মুখে কাপড় পেঁচিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। তখন আমি ঘুম থেকে জেগে উঠে চিৎকার করলে আমার মা-বাবা হৈ হুল্লোড় করলে ওরা পালিয়ে যায়। পরে আমার বাবা কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা শেষে। কক্সবাজার আদালতে আমি বাদি হয়ে মামলা করি।
ভুক্তভোগী নারী জানান- আমাকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছে। এবং বিভিন্ন সময় আমাকে হুমকি দিত শহিদুল ইসলাম এবং শহিদুল ইসলাম সবসময় বলত একদিন তোমাকে আমি নির্যাতন করে ছাড়ব। তাই সে আমি প্রেমের কু-প্রস্তাবে রাজি না হওয়ায় আমাকে ধর্ষণের চেষ্টা ও নির্যাতন করে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। আমার পরিবারকে নানা ধরনের হুমকি দিয়ে আসছে। আমি আমার পরিবারের নিরাপত্তা ও সুষ্ঠুভাবে বিচার চাই।
এ অবস্থায় অভিযুক্ত শহিদুল ইসলামসহ জনপ্রতিনিধিকেও গ্রেপ্তারের দাবি জানান ভুক্তভোগীর পরিবার। তাঁরা আরও বলেন, 'আলীর ডেইল এলাকায় সংঘটিত প্রায় সব অপরাধের ক্ষেত্রেই অপরাধীরা কোনো না কোনোভাবে রাজনৈতিক ছত্রছায়ায় পার পেয়ে যায়। ফলে এলাকায় দিন দিন ধর্ষণের মতো অপরাধও বেড়ে চলেছে।'
এছাড়া মামলা করার পর ভিকটিমের পরিবারের সদস্য ও স্বজনদের হুমকি দেওয়ার অভিযোগ এনে ভুক্তভোগীর বাবা আবদু সালাম বলেন, 'কোনো বিবেকবান মানুষ কোনোভাবে একজন ধর্ষকের পক্ষে কথা বলতে পারেন না। মানবন্ধন শেষে অভিযুক্ত শহিদুলসহ তার'আশ্রয়দাতাদের' গ্রেপ্তারের স্লোগান তুলে একটি বিক্ষোভ মিছিল করে।
মানববন্ধন চলাকালে ভুক্তভোগী বোন সাদিয়া ও এলাকাবাসীরা অভিযোগ করে বলেন, চরিত্রহীন ওই ইউপি সদস্য দায়িত্ব পাওয়ার পর থেকেই এলাকায় বিভিন্ন অপকর্মসহ মাদক সেবন, নেশা ও জুয়ার আসর পরিচালনা করে আসছেন। তার এসব অপকর্মের জন্য এলাকার যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। এ সময় অতি দ্রুত চরিত্রহীন মেম্বার ও শহিদুলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান তারা।
এ বিষয়ে প্রধান অভিযুক্ত শহিদ উল্লাহ সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও মোবাইল ফোন (০১৮৪০১২৫৭৯২) রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
অভিযুক্ত স্থানীয় ইউপির সদস্য ছিদ্দিক আহমদ বলেন, ঘটনা সত্য কিনা মিথ্যা আপনারা এলাকায় প্রবেশ করে তদন্ত করেন। যেটা সত্য সেটাই লিখবেন।এ সময় তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিথ্যা বলেও দাবি করেন তিনি।
সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন বলেন, বিষয়টি আমি এলাকার লোক মারফত শুনেছি। এখন পর্যন্ত উভয় পক্ষের কেউ আমার কাছে অভিযোগ করে নাই। ভুক্তভোগীরা আদালতে মামলা করছে শুনেছি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন