Type Here to Get Search Results !

জাতীয়

6/col-left/জাতীয়

টেকনাফ নাজির পাড়া বিজিবি ক্যাম্পের রাস্তা শুভ উদ্বোধন!ফজলুল কবির


 👨‍💼মুহাম্মদ কিফায়ত উল্লাহ / টেকনাফ


টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান এর উদ্যোগে নাজির পাড়া বিজিবি ক্যাম্পের রাস্তা শুভ উদ্বোধন করা হয়েছে।



আজ সকালে নাজির পাড়া বিজিবি ক্যাম্পের ২৫০-ফিট ব্রিক সলিড রাস্তা উদ্বোধন করা হয়েছে।



এসময় শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন,টেকনাফ উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত  সাধারণ সম্পাদক ফজলুল কবীর,নাজির পাড়া বড় জামে মসজিদের খতীব হাফেজ নুরুল হক মোজাহেরী,টেকনাফ বুট মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম।





আরো উপস্থিত নাজির পাড়া বিজিবি ক্যাম্প কমান্ডার মো. এনামুল এবং এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ।





প্রসঙ্গত উক্ত রাস্তার উন্নয়নে মৌলভী পাড়া ও নাজির পাড়ার লবণ উৎপাদন ব্যবসায়ীদের জন্য সুবিধাজনক হবে বলে অত্র এলাকার মানুষ মতপ্রকাশ করে বলেন,টেকনাফ উপজেলা চেয়ারম্যান যেভাবে রাস্তা ঘাট-খাল উন্নয়ন করে যাচ্ছে,ঠিক এইভাবে চলমান থাকলে আমরা আগামী উপজেলা চেয়ারম্যান নির্বাচনে আবারও বিপুল ভোটে ওনাকে নির্বাচিত করবে জনগন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.