👨💼 মুহাম্মদ কিফায়তুল্লাহ : টেকনাফ
টেকনাফ থানাধীন নতুন পল্লানপাড়া এলাকা থেকে বিশেষ ক্ষমতা আইন মামলার ০৩ বছরের সাজাপ্রাপ্ত একজন পলাতক আসামী র্যাব-১৫ কর্তৃক গ্রেফতার
গত ১৭ জুন ২০২৩ খ্রিঃ অনুমান ১৫.১৫ ঘটিকার সময় র্যাব-১৫, কক্সবাজার সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন নতুন পল্লান পাড়া এলাকা হতে অভিযান পরিচালনা করে বিশেষ ক্ষমতা আইন মামলার তিন বছরের পলাতক সাজাপ্রাপ্ত আসামী মোঃ আবুল কাশেম (৪২), পিতা-মোঃ আব্দুস শফি, সাং- নতুন পল্লান পাড়া, থানা- টেকনাফ, জেলা-কক্সবাজার’কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী মোঃ আবুল কাশেম গ্রেফতার এড়াতে আত্মগোপনে অবস্থান করছিল মর্মে জানায়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পূর্বে দায়েরকৃত টেকনাফ থানার মামলা নং- ১৮(০৩)২০০০, জিআর নং-৫১/২০০০, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন এর ২৫(খ) ধারায় মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পূর্বের মামলার সাজা পরোয়ানা মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন