Type Here to Get Search Results !

জাতীয়

6/col-left/জাতীয়

পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে কৃষি মন্ত্রণালয়


 👨‍💼 নিউজ ডেক্স 

পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সীমিত আয়ের, শ্রমজীবী মানুষের কষ্ট লাঘবসহ ভোক্তাদের স্বার্থরক্ষায় পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে কৃষি মন্ত্রণালয়।


আজ রোববার বিকালে কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।


বর্তমানে বাজারে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী। ঈদকে সামনে রেখে প্রতি বছরই পেঁয়াজের বাজার অস্থিতিশীল হয়ে ওঠে অসাধু ব্যবসায়ীদের কারণে।সরেজমিনে দেখা গেছে, রাজধানীর বিভিন্ন বাজারে ভালো মানের পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি প্রায় একশ টাকা। যদিও বিক্রেতাদের অভিযোগ, ভারত থেকে পেঁয়াজ আমদানি না হওয়ায় দাম বাড়ছে।


মাত্র দেড়মাস আগে রমজানে এক কেজি পেঁয়াজ ৩৫ টাকায় পাওয়া গেলেও এখন তা বেড়ে প্রায় তিনগুণ হয়েছে। সবশেষ দুইদিনের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে ১৫ টাকা। রোববার রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ থেকে ৯৫ টাকায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.